• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
পিসিবির চেয়ারম্যান নাকভি

তারা শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব দেশেরই অভিভাবক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:১৪ পিএম

তারা শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব দেশেরই অভিভাবক

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে খোঁচা দিয়ে স্মরণ করিয়েছেন যে- তারা শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব দেশেরই অভিভাবক। 

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ইস্যুতে ভারতকে বেশি প্রাধান্য দেয়ায় আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করে নাকভি বলেন, সব দেশ পাকিস্তানে যেতে পারলে ভারত কেন আসতে পারবে না। টিম ইন্ডিয়ার কোনো কিছুতে আপত্তি থাকলে আলোচনা কোরে সেটা সমধান করা যাবে বলে বিশ্বাস নাকভির। এছাড়া কিছুটা ঝুঁকি থাকলেও এখনো পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ইতিবাচক পিসিবি।

অংশগ্রহণকারী অন্য দেশগুলো পাকিস্তানে যেতে পারলে ভারত কেন পারবে না। আইসিসি‍‍`র কাছে এই প্রশ্নটা হয়তো পুরো ক্রিকেট বিশ্বেরই? কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেন বিসিসিআই‍‍`য়ের কথা মতো চলে। তারা যা বলবে সেটাতেই সম্মতি থাকে আইসিসির। 

এশিয়া কাপের নাটকীয়তার কথা মনে আছে নিশ্চয়ই। তবে, রজার বিনি আর রাজিভ শুকলার পাকিস্তান সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আশায় বুক বেঁধেছিলো পিসিবি। কিন্তু যখনই পাকিস্তান নিজ দেশে সেরা আট দলের লড়াই আয়োজনের প্রস্তুতি নেয়া শুরু করেছে, ঠিক তখনই বেঁকে বসেছে ভারত। আবারো সামনে এনেছে সরকারের বাধা ও নিরাপত্তা ঝুঁকি। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে, মনে হবে আইসিসি হয়তো ভারতকেই সমর্থন করছে। আর সেটা নিয়েই ক্ষুব্ধ পিসিবি। যদিও এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন দেখছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি মনে করি আইসিসিকে তাদের ক্ষমতা নিয়ে ভাবা উচিৎ। তারা শুধু একটি দেশের নয় পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমাদের কাছে এখনো টুর্নামেন্ট বাতিলের কোনো চিঠি আসেনি। তবে, কিছুটা ঝুঁকিতে আছি। দেখুন আমি বিশ্বাস করি স্পোর্টস আলাদা একটা বিষয়। এর মধ্যে কোনো দেশের দ্বন্দ্বের ইস্যু আসে না। আমি এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আশাবাদী।’

 ক‍‍`মাস আগে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডও টেস্ট সিরিজ খেলেছে দেশটিতে। এর আগে নিউজিল্যান্ডও সফর করেছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও আপত্তি নেই কোনো দেশের। তাহলে ভারতের সমস্যা কোথায়, প্রশ্ন নাকভির?

তিনি বলেন, ‘দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের যেসব দলগুলো কোয়ালিফাই করেছে তাদের পাকিস্তানে আসতে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু ভারতের। ভারতকে এখনো বলছি, যদি কোনো কিছু নিয়ে ঝামেলা থাকে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমি মনে করি, কথা বললে সব কিছুর সমাধান করা যাবে। তাদের সব সন্দেহ দূর হয়ে যাবে।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে পিসিবি‍‍`র সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ে ম্যাচ ভেন্যু সংস্কারের কাজ। সব ঠিক থাকলে খুব শিগগিরই প্রকাশ করা হবে সূচি। তার আগেই সব জটিলতা কেটে যাবে বলে বিশ্বাস মহসিন নাকভির।

তবে, তা না হলে যত যাই হোক, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না পাকিস্তান। এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন নাকভি। পাকিস্তান সরকারও এ প্রস্তাব কিছুতেই মানবে না বলে জানান পিসিবি চেয়ারম্যান।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ