• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিবর্ণ বোলিং, বাজে ফিল্ডিংয়ে সিরিজ হার বাংলাদেশের

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৯:৫২ এএম

বিবর্ণ বোলিং, বাজে ফিল্ডিংয়ে সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

৫ উইকেটের জয়ে সিরিজ আফগানিস্তানের

জয়ের জন্য প্রয়োজন ৫ রান। শরিফুল ইসলামের বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিলেন আজমাতউল্লাহ ওমারজাই। সিরিজ নির্ধারণী ম্যাচ ৫ রানে জিতে ট্রফি নিশ্চিত করল আফগানিস্তান।

বাংলাদেশের করা ২৪৪ রান ১০ বল বাকি থাকতেই টপকে গেছে আফগানরা। বিবর্ণ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের মহড়ায় লড়াই করার পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারল না বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে পরপর দুটি সিরিজ জিতল বাংলাদেশ। গত বছর বাংলাদেশে এসে ২-১ ব্যবধানেই সিরিজ জিতেছিল তারা। আর সব মিলিয়ে আফগানদের এটি টানা তৃতীয় সিরিজ জয়।

রান তাড়ায় একপ্রান্ত আগলে রেখে আফগানিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রহমানউল্লাহ গুরবাজ। তাকে একের পর এক সুযোগ দিয়ে কাজ করতে থাকে বাংলাদেশের ফিল্ডার।

একাধিক জীবন পেয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে ওমারজাইয়ের সঙ্গে তিনি গড়েন ১০০ রানের জুটি।

গুরবাজ ফেরার পর মোহাম্মাদ নাবিকে নিয়ে বাকি কাজ সারেন ওমারজাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা দুজন ৪৮ বলে যোগ করেন ৫৮ রান। ওমারজাই ৭৭ বলে ৭০ ও নাবি ২৭ বলে ৩৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। অভিষেকে গতির পসরা সাজিয়ে নজর কাড়েন নাহিদ। উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন নাসুম আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)

আফগানিস্তান: ৪৮.২ ওভারে ২৪৬/৫ (গুরবাজ ১০১, সেদিকউল্লাহ ১৪, রেহমাত ৮, শাহিদি ৬, ওমারজাই ৭০*, নাইব ১, নাবি ৩৪*; শরিফুল ৮.২-০-৬১-০, নাহিদ ১০-১-৪০-২, নাসুম ১০-২-২৪-০, মুস্তাফিজ ৯-০-৫০-২, মিরাজ ১০-০-৫৬-১, সৌম্য ১-০-১২-০)

আর্কাইভ