• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অঘোষিত ফাইনালে ‘সেরা ব্যাটার’ শান্তকে পাচ্ছে না বাংলাদেশ, বদলি কে

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১২:০৭ পিএম

অঘোষিত ফাইনালে ‘সেরা ব্যাটার’ শান্তকে পাচ্ছে না বাংলাদেশ, বদলি কে

ক্রীড়া ডেস্ক

শারজাহতে প্রথম ম্যাচে ২৩ রান তুলতে গিয়ে ৮ উইকেট খুইয়ে দৃষ্টিকটুভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। ফলে আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচে খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন শান্ত। আফগানিস্তানের ইনিংসে ফিল্ডিং করার সময় কুঁচকিতে ব্যথা পান তিনি, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অধিনায়কের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ বাকিটা সময় দায়িত্ব পালন করেন। শান্তর চোটের জায়গায় এমআরআই করা হয়েছিল। সোমবার তার রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্ট দেখেই টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, শান্ত আজ খেলতে পারবেন না।

ওয়ানডেতে এই মুহূর্তে শান্তকে বাংলাদেশের সেরা ব্যাটার বললে আপত্তি তোলার সুযোগ মোটেও নেই। গত বছরের শুরু থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে তিনিই যে এক হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। ৩২ ম্যাচে করেছেন ১ হাজার ২৭৮ রান। সেঞ্চুরিও সবচেয়ে বেশি, ৩টি। আরও চমকপ্রদ ব্যাপার এই যে, এই সময়ে শান্তর চেয়ে বেশি রান করেছেন আর মাত্র ৬ জনা। ১ হাজার ৮০৫ রান নিয়ে সবার উপরে পাথুম নিসাঙ্কা।

চলতি সিরিজেও শান্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। ২ ম্যাচে ১২৩ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ১১৯ বলে ৭৬ রান করে দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন, ফলস্বরূপ ম্যাচসেরাও হন। তার খেলতে না পারার বিষয়টি বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ বাড়াবে বৈকি!

শারজাহতে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। নাজমুল হোসেন শান্ত না থাকায় এ ম্যাচে নিশ্চিত পরিবর্তন আসছে, তার জায়গায় সুযোগ পেতে পারেন জাকির হাসান। এর আগে মাত্র একটিই ওয়ানডে খেলেছেন জাকির, গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১ রান করেছিলেন। ম্যাচে নেতৃত্ব দিতে পারেন মিরাজ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ