• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছেলের জন্মদিনে সানিয়া মির্জা বললেন তুমি আমার হাসির কারণ

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:০৫ পিএম

ছেলের জন্মদিনে সানিয়া মির্জা বললেন তুমি  আমার হাসির কারণ

ক্রীড়া ডেস্ক

সানিয়া মির্জাকে ছেড়ে চলে গেছেন তার প্রাক্তন স্বামী পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  শোয়েব মালিক। তবে রেখে গেছেন স্মৃতি। ছয় বছয় বয়সি ইজহান মালিক তাদের সন্তান।

শোয়েব মালিক নতুন বিয়ে করেছেন। নতুন স্ত্রীকে নিয়ে হয়তো সুখেই আছেন। তবে সানিয়া মির্জা এখনো বিয়ে করেননি। সন্তান ইজহানই এখন তার সুখের ঠিকানা, হাসির কারণ।  তাই তো সন্তানের জন্মদিনে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সানিয়া ক্যাপশনে লিখেছেন- ‘তুমিই আমার হাসির কারণ’।

পাঁচ বছর পেরিয়ে এবার ছয় বছরে পা ফেলল ইজহান মালিক। মা তাকে শুভেচ্ছা জানিয়েছে। তবে পাশে নেই জন্মদাতা পিতা। নিয়তির কী খেলা!

সানিয়ার শেয়ার করা ছবিগুলোতে ইজহানকে একটি বিশেষ ফুটবল-থিমযুক্ত কেকসহ দেখা গেছে, যা দুই ফুটবলারের চরিত্রে সজ্জিত। একটি জার্সিতে লেখা ‘ইজহান’, অন্যটিতে লেখা ‘রোনালদো’।

ভক্ত এবং সেলিব্রিটিসহ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ইজহান মালিককে তার জন্মদিনে অভিনন্দন জানাচ্ছেন এবং সানিয়ার পোস্টে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন ক্রিকেটার শোয়েব মালিক। তবে ২০২৩ সালে এই জুটির বিচ্ছেদ ঘটে, শোয়েব মালিক এই বছরের শুরুতে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।

বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে দুবাইয়ে থাকছেন সানিয়া মির্জা।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ