• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ ওয়াসিম আকরামের

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৬:৫৯ পিএম

ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ ওয়াসিম আকরামের

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সফরে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছেন ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অনলাইন পোর্টালকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে আসা উচিত।

তিনি জানিয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াসহ ভারতীয় অনেক তারকা ক্রিকেটারের বহু ভক্ত রয়েছেন পাকিস্তানে। তারা পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দলের খেলা উপভোগ করতে চান। 

তিনি আরও বলেছেন, ভারত-পাকিস্তান একে অপরের প্রতিবেশী। আমাদের উভয় দেশের জনগণের একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। গত ছয়-সাত বছর ভারতে যাওয়া হয়নি ওয়াসিম আকরামের। যে কারণে সেখানকার মানুষ ও ভারতীয় খাবার খুব মিস করেন পাকিস্তানের তারকা। 

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে নিউজিল্যান্ড সিরিজে বাদ পড়ে যায়। তার বাদ পড়াটা ভালোভাবে নিতে পারেননি সতীর্থ ফখর জামান। যে কারণে তিনি বাবর আজমের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন। 

সেই প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, এটি ফখর জামানের জন্য একটি শিক্ষা, একজনকে সোশ্যাল মিডিয়ায় ভেবেচিন্তে লেখা উচিত।

শুধু তাই নয়, জাতীয় দলের দুই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে সোশ্যাল মিডিয়ার চেয়ে মাঠের খেলায় বেশি মনোযোগী হওয়ার আহবান জানান ওয়াসিম আকরাম।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ