• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৫:১১ পিএম

ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা

ক্রীড়া ডেস্ক

বিমানবন্দরে ছাদখোলা বাস তৈরিই ছিল। অপেক্ষা ছিল শুধু চ্যাম্পিয়দের দেশে ফেরা। সেই অপেক্ষার অবসান ঘটে আজ দুপুর ২টা ৪০ মিনিটে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের ফুটবলাররা বিমানবন্দরে নামলে ফুল দিয়ে বরণ করে নিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

মাঠের আর পেছনের দুই নায়ক অধিনায়ক সাবিনা খাতুন এবং কোচ পিটার বাটলার সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করলেই প্রস্তুতি শুরু হয় ছাদখোলা বাসের উদযাপনের। উৎসবের মধ্যমণি ট্রফিকে সামনে রেখে একে একে ছাদখোলা বাসে উঠে পড়েন বাংলাদেশের বাঘিনীরা।

উদ্দেশ্য বিমানবন্দর থেকে বাফুফে ভবন। যেখানে হাজারো সমর্থক অপেক্ষায় আছেন চ্যাম্পিয়নদের সঙ্গে উদযাপনে মাততে।

বাংলাদেশ ফুটবলের শীর্ষ ভবনেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের উল্লাসের সমাপ্তি ঘটবে। তার আগে অবশ্য যাত্রাপথে হাজারো দর্শক-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দর থেকে শুরু করে বেশ কয়েকটি রুট ঘুরে বাফুফে ভবনে পৌঁছাবে বাংলাদেশ দল। বাফুফে ভবনে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে।

বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিযনশিপ জিতেছে বাংলাদেশ।

বাস রুট : বিমানবন্দর>এক্সপ্রেসওয়ে>এফডিসি>সাত রাস্তার মোড়>মগবাজার ফ্লাইওভার>কাকরাইল>পল্টন>নটর ডেম কলেজ>শাপলা চত্বর>বাফুফে ভবন।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ