• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পেনাল্টি মিস করে বর্ণবাদের শিকার ৩ ইংলিশ ফুটবলার

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৮:০১ পিএম

পেনাল্টি মিস করে বর্ণবাদের শিকার ৩ ইংলিশ ফুটবলার

ক্রীড়া ডেস্ক

রোমাঞ্চকর ফাইনালেইউরোপের বিশ্বকাপখ্যাত ইউরো কাপের শিরোপা জিতেছে ইতালি। এটি কোনোভাবেই মানতে পারছেন না ইংল্যান্ডের সমর্থকেরা। খেলা শেষে ওয়েম্বলি স্টেডিয়াম থেকে বেড় হওয়ার পথে ইতালির সমর্থকের ওপর চড়াও হতে দেখা গেছে ইংলিশদের। ঘটনা এখানেই শেষ নয়, টাইব্রেকারে পেনাল্টি মিস করা তিন স্বাগতিক ফুটবলার বর্ণবাদেরও শিকার হয়েছেন।

ইংল্যান্ড ফুটবল দলের প্রতিভাবান তিন তরুণ খেলোয়াড় ফাইনালে পেনাল্টি মিস করেছেন। একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ২৩ বছর বয়সী মার্কো রাশফোর্ড। অন্যজন বরুশিয়া ডর্টমুন্ড থেকে মোটা অঙ্কের অর্থে ওল্ড ট্রাফোর্ডে আসা ২১ বছর বয়সী জাদন সানকো শেষ শট মিস করা আর্সেনালের ১৯ বছর বয়সী উইঙ্গার বোকায়াকো সাকা।

ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট এই তিন খেলোয়াড়কে দিয়ে পেনাল্টি নেয়ার সিদ্ধান্ত নেন। অতিরিক্ত সময়ে শেষ বাঁশির ঠিক আগে তিনি মাঠে নামান সানকো রাশফোর্ডকে। তার আগে বদলি হিসেবে মাঠে নামান সাকাকে। ইতালির বিপক্ষে কোচ গ্যারেথ সাউথগেট শেষ তিন শট নেয়ার জন্য ওই তিনজনকেই বেছে নেন।

কিন্তু কম বয়সী ওই তিন তরুণ ফুটবলার ওয়েম্বলিতে বড় ম্যাচের চাপ নিতে পারেননি। তিনজনই মিস করেন পেনাল্টি। রাশফোর্ড মারেন পোস্টে। বাঁ-পাশ দিয়ে নেয়া দুইজনের শট ফিরিয়ে দেন ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ফলে ইংল্যান্ডকে হতাশ করে শিরোপা চলে যায় রোমে।

এই তিনজনকে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বর্ণবাদী ট্রল। বিষয়টি জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন। তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। ধরনের আচরণ মেনে নেয়া হবে না।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিষয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, ‘বৈষম্যমূলক ওই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এফএ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংল্যান্ড ফুটবলারদের প্রতি বর্ণবাদী আচরণের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার আবেদন করেছে। ঘৃণা প্রদর্শনকারী কাউকে আমরা দলের আশপাশে ঘেঁষতে দেবো না।

জেডআই/এম. জামান

আর্কাইভ