• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মাহিদুলের অভিষেক, সিরিজ বাঁচাতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৯:৪৪ এএম

মাহিদুলের অভিষেক, সিরিজ বাঁচাতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সিরিজ নির্ধারণী টেস্টে চট্টগ্রামে মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

টস জয় দক্ষিণ আফ্রিকার

মুদ্রা নিক্ষেপে এইডেন মার্করাম ডাবলেন ‘টেইল।’ ভাগ্যকে পাশেও পেলেন তিনি। টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বেছে নিলেন ব্যাটিং।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।

দক্ষিণ আফ্রিকার দুই লক্ষ্য

এই সিরিজের আগে উপমহাদেশে ১০ বছর ধরে কোনো টেস্ট জয় ছিল না দক্ষিণ আফ্রিকার। অনভিজ্ঞ দল নিয়েও মিরপুরে দারুণ জয়ে সেই খরা কাটিয়েছে তারা। চট্টগ্রামে আরেকধাপ এগিয়ে সিরিজ জয়ের অভিযানে নামবে প্রোটিয়ারা। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলন ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, তাদের ভাবনায় আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।

বাংলাদেশের চ্যালেঞ্জ

জয়ের আশা নিয়ে শুরু করেও মিরপুর টেস্টে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থ হয়েছে বাজেভাবে। প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর বোলারদেরও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল সামান্য। শেষ পর্যন্ত ৭ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর বাংলাদেশের লড়াই এখন ঘুরে দাঁড়ানোর।

ম্যাচের আগে অবশ্য খুব আদর্শ অবস্থায় নেই দলের আবহ। প্রথম টেস্টের আগে যেমন সাকিব আল হাসানের দেশে ফিরতে না পারা ঘিরে উত্তপ্ত ছিল পরিস্থিতি, এই টেস্টের আগেও মূল আলোচনা নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়া নিয়ে। মাঠের বাইরের সবকিছুকে আড়াল করে মাঠের ক্রিকেটে নিজেদের কতটা মেলে ধরতে পারে দল, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

 

আর্কাইভ