• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর একটি ড্র কিংবা জয় হলেই ক্লাসিকো বার্সেলোনার রেকর্ডে ভাগ বসাবে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৮:১৩ পিএম

আর একটি ড্র কিংবা জয় হলেই ক্লাসিকো বার্সেলোনার রেকর্ডে ভাগ বসাবে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

কার্লো আনচেলত্তির অধীনে উড়ছে রিয়াল মাদ্রিদ। তারা সবশেষ হারটি দেখেছিল ১৩ মাস আগে, এই ১৩ মাসে ৪২ ম্যাচ ধরে অপরাজিত ভিনিসিউস জুনিয়র বাহিনী। আর একটি ড্র কিংবা জয় হলেই বার্সেলোনার রেকর্ডে ভাগ বসাবে দলটি।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১টায় মাঠে গড়াবে এল ক্লাসিকো। বার্সা ম্যাচ দিয়েই তাদের রেকর্ডে ভাগ বসানোর সুযোগ লস ব্লাঙ্কোসদের।

২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে ৪৩ ম্যাচ ধরে অপরাজিত ছিল বার্সেলোনা। লা লিগায় এটা সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ড। এই রেকর্ডে নাম তুলতে ক্লাসিকো জেতাই যথেষ্ট রিয়াল মাদ্রিদের। গত ১৩ মাসে ৪২ ম্যাচে ৩১টি জয় ও ১১টি ম্যাচে ড্র করেছে তারা।

ক্লাসিকোর আগে রেকর্ডও রিয়াল মাদ্রিদের পক্ষে কথা বলছে। সবশেষ পাঁচ দেখার চারটিতেই কাতালোনিয়ার ক্লাবটিকে হারিয়েছে তারা। তাছাড়া রিয়াল মাদ্রিদ সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে ২-০ গোলে পিছিয়ে পড়েও জিতেছিল। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভিনিসিউস।

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনাও রীতিমতো উড়ছে। কদিন আগেই বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে বিধ্বস্ত করেছে। রাফিনহার হ্যাটট্রিকে দীর্ঘ ৯ বছর পর জার্মান সাইডটির বিপক্ষে জয় পেয়েছে তারা। এর আগে হেরেছে ৬ ম্যাচে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ