প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৮:০৭ পিএম
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিন শেষে ৫৩ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের দুর্দান্ত এক সেঞ্চুরিতে লিড পায় স্বাগতিকরা। ৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে রাওয়াপিন্ডিতে রাজ করছেন দুই দলের স্পিনাররা। শুক্রবার (২৫ অক্টোবর) দ্বিতীয় দিনের শেষ বিকেলে ইংলিশদের তিনটি উইকেটই তুলে নিয়েছেন স্পিনাররা। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৪ রান।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৬৭ রানে অলআউট করে দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে প্রথম দিন শেষ হওয়ার আগে ৭৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। আজ দলীয় স্কোরে ২৬ রান যোগ হতেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ফেরান শোয়েব বশির। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান।
এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ৫২ রানে জুটি গড়েন শাকিল। রেহান আহমেদের বলে রিজওয়ান আউট হলে ভাঙে তাদের জুটি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৫ রান।
এরপর দ্রুতই ফেরেন সালমান আগা ও আমের জামাল। সালমানের ব্যাট থেকে ১ ও আমের জামালের ব্যাট থেকে আসে ১৪ রান। দুজনেই আউট হয়েছেন লেগস্পিনার রেহানের বলে। ১৫৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর একাই দলকে টেনে তোলার চেষ্টা করেন সহ-অধিনায়ক শাকিল। টেল-এন্ডারে তিনি নোমান আলি ও সাজিদ খানের সঙ্গে দারুণ দুটি কার্যকরী জুটি গড়েন। নোমানের সঙ্গে ৮৮ ও সাজিদের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন শাকিল। আর তাতেই লিড পায় পাকিস্তান। শাকিলের ব্যাট থেকে আসে ১৩৪ রান।
৮৪ বলে ৪৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেন নোমান। ৫৫ বলে দুটি চার ও ৪ ছক্কায় ৪৮ রান করেন সাজিদ। সতীর্থ ব্যাটার জাহিদ মাহমুদ আউট না হলে হয়তো আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ঞাফ-সেঞ্চুরিও পেতে পারতেন সাজিদ। পাকিস্তান অলআউট হয় ৩৪৪ রানে। ইংলিশদের হয়ে ৪ উইকেট নিয়েছেন রেহান। জ্যাক লিচ ৩, গাস অ্যাটকিনসন ২ ও বশির একটি উইকেট নিয়েছেন।
৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। আলোকস্বপ্তায় দিন শেষ হওয়ার আগে মাত্র ৯ ওভার ব্যাট করেছে তারা। তবে এরই মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান- বেন ডাকেট, জ্যাক ক্রাউলি এবং ওলি পোপ ফেরেন সাজঘরে। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৪ রান।