• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিয়ারের বোতলে চুমুক দিয়ে যা বললেন বোনুচ্চি

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৬:৩২ পিএম

বিয়ারের বোতলে চুমুক দিয়ে যা বললেন বোনুচ্চি

ক্রীড়া ডেস্ক

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালের টাইব্রেকার জিতে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ইতালি। এর মধ্য দিয়ে পর্দা নেমেছে ইউরো কাপের। পুরস্কার বিতরণ শেষে সংবাদ সম্মেলনে আসেন ইতালির শিরোপা জয়ের নায়ক লিওনার্দো বোনুচ্চি। টেবিলে রাখা কোক বিয়ারের বোতল নিয়ে আরেক কাণ্ড ঘটালেন তিনি।

তবে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা পল পগবার মতো কোনো কিছু করেননি বোনুচ্চি। গ্রুপ পর্বের একটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনের টেবিলে রাখা কোকের বোতল সরিয়ে সবাইকে পানি পান করার আহ্বান জানিয়েছিলেন পর্তুগিজ তারকা। ফরাসি তারকা পল পগবা তার টেবিল থেকে সরিয়ে ফেলেছিলেন বিয়ারের বোতল।

কিন্তু ইতালির লিওনার্দো বোনুচ্চি তেমন কিছু করেননি। তিনি বরং কোক বিয়ার একসঙ্গে পান করে জানালেন- ‘সব পান করব।ইংল্যান্ডকে টাইব্রেকারে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন ইতালির জয়ের নায়ক বোনুচ্চি। গলায় মেডেল, এক হাতে ইউরোর ট্রফি আরেক হাতে কোক বিয়ারের বোতল। টেবিলে ট্রফি রেখে চেয়ারে বসে বোনুচ্চি বিয়ারের বোতলে চুমুক দিয়ে বলেন, ‘আজ কি আমি এটার প্রাপ্য নই?’

এরপর কোকের বোতলের মুখ খুলে চুমুক দিয়ে বলেন, ‘আজ আমি সব পান করব।এরপর প্রশ্ন গ্রহণের সঙ্গে সঙ্গে আরও দুইবার বিয়ার কোকের বোতলে চুমুক দেন তিনি। জানা গেছে, সংবাদ সম্মেলনের পুরোটা সময় কোক বিয়ার পান করেন বোনুচ্চি।  

ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোর মিশন শুরু হয় হাঙ্গেরির বুদাপেস্টে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ ফার্নান্দো সান্তোসকে নিয়ে হাজির হন পর্তুগালের অধিনায়ক। মঞ্চে গিয়ে দেখেন টেবিলের ওপর দুটি কোকাকোলার একটি পানির বোতল রাখা। কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে পানির বোতল রেখে দেন। পানির বোতল হাতে নিয়ে রোনালদোর বার্তা- ‘পানি খান!’ তার এমন কাণ্ড দেখে সবাই অবাক।

পরদিন ফ্রান্স জার্মানি মুখোমুখি হয়। - গোলে জয় পায় ফ্রান্স। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। সেখানে বসা মাত্র দেখেন টেবিলের ওপর দুটি কোকাকোলা, একটি হ্যানিকেন বিয়ার একটি পানির বোতল রাখা। এদিক-সেদিক চোখ ঘুরিয়ে টেবিল থেকে হ্যানিকেনের বোতল সরিয়ে মাটিতে রাখেন পগবা।

রোনালদোর সেই কাণ্ডে শেয়ারবাজারে কোকাকোলার নেতিবাচক প্রভাব পড়েছিল। মাত্র আধা ঘণ্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে যায়। এবার বোনুচ্চির কাণ্ডে নিশ্চয়ই লাভবান হবে প্রতিষ্ঠানটি।

জেডআই/এম. জামান

আর্কাইভ