• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সাকিবকে মোকাবেলা করা লাগবে না, এটা স্বস্তির : মার্করাম

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৯:১৮ পিএম

সাকিবকে মোকাবেলা করা লাগবে না, এটা স্বস্তির : মার্করাম

ক্রীড়া ডেস্ক

নিরাপত্তাঝুঁকির কারণে মিরপুরে বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসান। সাকিবের না থাকা নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের কম্বিনেশন নষ্ট করবে। সেটা স্পষ্ট হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়। একই সুরে কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও।

সাকিব অনেক বছর ধরেই নিজেকে প্রমাণ করেছেন। তবে এটা ভেবে সাউথ আফ্রিকা স্বস্তি পাচ্ছে যে সাকিবের বিপক্ষে খেলতে হচ্ছে না এই ম্যাচে। মার্করামের ধারণা সাকিবের না থাকা বাংলাদেশ দলের ড্রেসিং রুমেও বড় প্রভাব ফেলবে।

মিরপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সেই বিশ্বমানের ক্রিকেটার এবং সে অনেক বছর ধরে নিজেকে প্রমাণ করেছে। আমাদের তার মোকাবেলা করতে হচ্ছে না এটা স্বস্তির। অবশ্যই তার অভিজ্ঞতা এবং বাংলাদেশের ড্রেসিং রুমেও তার অভিজ্ঞতা খুব একটি বড় বিষয় ছিল।’

অবশ্য আপাতত ম্যাচ নিয়েই ভাবছে প্রোটিয়ারা। সাকিব ছাড়াও বাংলাদেশ দল যে শক্তিশালী সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘ ৯ বছর আগে বাংলাদেশ সফরে এসে বৃষ্টির বিড়ম্বনায় দুই টেস্টেই ড্র করে ফিরেছিল সাউথ আফ্রিকা।

সেবার তুলনামূলক কম শক্তিশালী হলেও এই বাংলাদেশ দলকে খাটো করে দেখতে নারাজ প্রোটিয়া অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমরা এই বিষয়ে খুব বেশি চিন্তিত না। আমি আগেও বলেছি তাকে ছাড়াও বাংলাদেশ একটি শক্তিশালী দল এবং আমরা তাদের মোকাবেলা করতে প্রস্তুত।’

সাকিবের না থাকা বাংলাদেশ দলেও যে হাহাকার সৃষ্টি করেছে সেটা বলাই বাহুল্য। শান্ত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক…এটা (সাকিবের মিরপুর টেস্ট খেলতে পারা) হওয়া উচিত ছিল। তবে আমরা সবাই জানি, কেন হয়নি।’

আর্কাইভ