• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মিরপুরে ঘাম ঝরালেন ইমরুল-রিয়াদ

প্রকাশিত: মে ২, ২০২১, ০৯:৫০ পিএম

মিরপুরে ঘাম ঝরালেন ইমরুল-রিয়াদ

ক্রীড়া ডেস্ক

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ বাঁচাতে লড়ছে মুমিনুল-মুশফিকরা। টেস্টটি পঞ্চম দিনে গড়াবে নাকি চতুর্থ দিনে শেষ হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত ইমরুল কায়েস আর মাহমুদউল্লাহ রিয়াদের চিন্তায় ওয়ানডে সিরিজ। লঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দুজনেই। সুযোগ কাজে লাগাতে অনুশীলনে নেমে পড়েছেন তারা।

ঘরের মাঠে সিরিজকে সামনে রেখে শনিবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত দলে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাওয়া খেলোয়াড় ছাড়া যারা দেশে আছেন তারা রোববার ( মে) থেকে অনুশীলন শুরু করেছেন। দিন নির্ধারিত সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন ইমরুল কায়েস আর মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সঙ্গে যোগ দেন প্রাথমিক দলে যোগ দেয়া আরও চার ক্রিকেটার।

হোম অব ক্রিকেটে বিসিবির কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে নিজেদের ঝালিয়ে নেন তারা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন ইমরুল। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এক সময়ের অপরিহার্য এই ওপেনার। অপরদিকে চোটের কারণে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে খেলা হয়নি মাহমুদউল্লার। চোটমুক্ত হয়ে ওয়ানডে অনুশীলনে ফিরলেন তিনি। হাঁটুর চোট কাটিয়ে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। প্রাথমিক স্কোয়ার্ডে না থেকেও নেটে ইমরুল-মাহমুদউল্লাদের সহযোগিতা করেন আল আমিন হোসেন মেহেদী হাসান রানা।

প্রাথমিক দলের বাকি সদস্যরা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে বিশ্রাম নেবে। ঈদের ছুটির পর দলের সঙ্গে যোগ দেবেন তারা। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ভারতে আছেন।

করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। ২৩ মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ মে দ্বিতীয় এবং ২৭ মে তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচটি হবে একই ভেন্যুতে।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ