প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৪:৩২ পিএম
বাংলাদেশের জাতীয় দলের হেড কোচের পদ থেকে বহিস্কার করা হয়েছে চন্ডিকা হাথুরুসিংহকে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
হাথুরুসিংহের বদলে জাতীয় দলের নতুন কোচ হয়েছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স। আর তার সঙ্গে চুক্তিটা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।
ফিল সিমন্স এখন পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও তাকে কাজ করতে দেখা গেছৈ।
দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর চাকরি ঝুলে গিয়েছিল টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হওয়া ফারুক আহমেদ নিজের প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন হাথুরুর বিকল্প কোচ খোঁজার কথা। যদিও পাকিস্তান সিরিজে অবিশ্বাস্য ফল এবং পরপরই ভারতের মাটিতে সিরিজ। সব মিলিয়ে হাথুরু অধ্যায় অনেকটা চাপা পড়ে গিয়েছিল।
তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজেই ভরাডুবির পর আবারও নড়েচড়ে বসে বিসিবি। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হলেন হাথুরুসিংহে।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুধু বরখাস্তই নয়, একইসঙ্গে শোকজ জানানো হয়েছে হাথুরুসিংহকে। ফলে বাংলাদেশের সঙ্গে হাথুরুর অধ্যায় শেষ হলো।