• ঢাকা বুধবার
    ১৬ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১
বিপিএল প্লেয়ার্স ড্রাফট

বরিশালে মাহমুদউল্লাহ, সিলেটে মাশরাফি, রাজশাহীতে তাসকিন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ১২:৩৪ পিএম

বরিশালে মাহমুদউল্লাহ, সিলেটে মাশরাফি, রাজশাহীতে তাসকিন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম।

যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পায় দুর্বার রাজশাহী। নিজের প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছে তারকা পেসার তাসকিন আহমেদ। এরপর বরিশাল তাদের পরপর দুই ডাকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভির ইসলামকে দলে ভিড়িয়েছে।

সেই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। আর দ্বিতীয় ডাকে আবারও তারা দলে নেয় মাশরাফি বিন মুর্তজাকে।

বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা:

ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম
বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি,
ড্রাফট থেকে:  লিটন দাস

চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম
বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো
ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি

দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ

ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়
রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম
বিদেশি সরাসরি চুক্তি: কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, দাভিদ মালান, ফাহিম আশরাফ
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম

সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: জাকের আলী
রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান
বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মানজি
ড্রাফট থেকে: রনি তালুকদার

খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ
রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ
সরাসরি বিদেশি চুক্তি: ফাহিম নেওয়াজ, ওশানে থমাস

রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন
রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান
সরাসরি বিদেশি চুক্তি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ
ড্রাফট থেকে: নাহিদ রানা 

আর্কাইভ