• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ড্রাফটের আগেই বিপিএলে দল পেলেন সাকিব

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৮:৩২ পিএম

ড্রাফটের আগেই বিপিএলে দল পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে চিটাগাং কিংস। বৃহপতিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাঞ্চাইজিটি।

সাকিবের রাজকীয় একটি ছবি ফেসবুকে পোস্ট করে চিটাগাং কিংস ক্যাপশনে লিখেছে, ‘একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন।’ বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। এবারও বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে চেয়েছিল রংপুর।

তবে সাকিবকে দলে ভিড়িয়ে চমক দেখালো চিটাগাং কিংস। বিসিবির সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী– আসন্ন একাদশ বিপিএল আসর শুরুর কথা রয়েছে ২৭ ডিসেম্বর থেকে। ১৪ অক্টোবর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ড্রাফট অনুষ্ঠিত হবে। তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগ কাজে লাগিয়ে ড্রাফটের সাকিবকে নিজেদের করে নিলো বন্দর নগরীর দলটি।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ