• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দিল্লির ব্যাটিং স্বর্গে ভারতকে আটকাতে পারবেন বাংলাদেশের বোলাররা?

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০১:৪৭ পিএম

দিল্লির ব্যাটিং স্বর্গে ভারতকে আটকাতে পারবেন বাংলাদেশের বোলাররা?

ক্রীড়া ডেস্ক

দিল্লির অরুণ জেটলি ( আগের নাম ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়াম ব্যাটিংস্বর্গ উইকেট হিসেবেই পরিচিতি পেয়ে চলেছে। বিশেষ করে ২০২৪ আইপিএলের দিকে তাকালে ব্যাপারটা স্পষ্ট। এই মাঠে হওয়া পাঁচ ম্যাচের আট ইনিংসে স্কোর দুই শ ছাড়িয়ে গেছে। গড় রান-রেট ১১.২ রেকর্ড করা হয়েছিল।

এর মধ্যে আছে দিল্লি-হায়দরাবাদ ম্যাচে অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডের ৬.২ ওভারে উদ্বোধনী জুটি। আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই রকম উইকেটের বার্তা দিচ্ছে। অরুণ জেটলিতে ভারত ২০২২ সালে শেষ টি-টোয়েন্টি হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেবার ৪ উইকেটে ২১১ রান করেও সে রান ৩ উইকেটে টপকে যায় প্রোটিয়ারা।

নয়াদিল্লির এই মাঠে অনুষ্ঠিত সাতটি টি-টোয়েন্টি ম্যাচে ১৬৩৮ বলের বিপরীতে ২২৩১ রান তুলেছে ব্যাটাররা। গড় রান রেট ৮.১৭।

বাংলাদেশের বোলাররা এই বছর ৩৬০.১ ওভার বোলিং করে ২২.৬৩ গড়ে ১১৫ উইকেট নিয়েছে। বোলারদের রানের ইকোনমি ছিল ৭.২২।

তবে স্বস্তির খবর ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি জয় অরুণ জেটলিতেই। ২০১৯ সালের ৩ নভেম্বর রোহিত শর্মার নেতৃত্বে শক্তিশালী ভারতকে হারিয়েছিল  মাহমুদউল্লাহর দল। এই মাঠে বাংলাদেশে দ্বিতীয় জয় গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। অতীত পরিসংখ্যান অনুযায়ী এই মাঠে এখনো অপরাজিত বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তিতে! থাকতে পারে নাজমুল হোসেন শান্তর দল।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ