• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে ইটালি।

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০২:৪১ এএম

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছে ইটালি।

ক্রীড়া ডেস্ক

ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে  ১-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে  সমতায় ফিরেছে ইতালি। 

ম্যাচের  ৬৬ মিনিটের মাথায়  কর্ণার থেকে গোলের সুযোগ পায় ইটালি।  তবে এবার সুযোগ মিস করেনি ইতালি। ফরোয়ার্ড  বোনুচ্চি ইংলিশ জালে  বল গড়িয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন।

এর আগে ম্যাচ শুরুর  ২য় মিনিটেই  ইংলিশ  মিডফিল্ডার কিয়েরান ট্রিপিয়ার বাড়ানো বলে গোল আদায় করে নেন  আরেক মিডফিল্ডার  লিউক শ।  এতে করে ম্যাচে ১-০ গোলে এগিয়ে থাকে স্বাগতিকরা।  

তবে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করায় ম্যাচে সমতায় ফিরে ইটালি। আক্রমণ প্রতি আক্রমেণ জমে উঠেছে লন্ডনের ওয়েম্বলিতে ইউরো শিরোপা জয়ের মহারণ। 
ইটালির গোল পরিশোধের পর মাঠের বাইরে উত্তেজনার পারদ চরমে তা নিশ্চিত।  ফাইনালকে ঘিরে ইংল্যান্ড সমর্থকদের উন্মত্ততায় লন্ডনের রাস্তা কার্যত অবরুদ্ধ। ট্রাফিক সিগন্যালের উপর উঠেও মানুষ তান্ডব চালিয়েছে।  

ইফাত

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ