• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ইতালি-ইংল্যান্ড ফাইনাল দেখতে বিনা টিকেট ওয়েম্বলিতে প্রবেশ

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০২:০৮ এএম

ইতালি-ইংল্যান্ড ফাইনাল দেখতে বিনা টিকেট ওয়েম্বলিতে প্রবেশ

ক্রীড়া ডেস্ক

বিশৃঙ্খলা সঙ্গী করেই শুরু হয়েছে ‘ইউরোপের বিশ্বকাপ’ খ্যাত ইউরো কাপ।  ইতালি ও ইংল্যান্ডের মধ্যেকার মহারণ দেখতে টিকেট ছাড়াই ওয়েম্বলি স্টেডিয়ামে প্রবেশ করেছে ইংলিশ দর্শকদের একটি বড় অংশ।

যদিও নিরাপত্তা কর্মীদের দাবি, টিকিট ছাড়া ওয়েম্বলির নিরাপত্তা উপেক্ষা করে কেউ গ্যালারিতে প্রবেশ করেননি। কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বলছে অন্য কথা। এমনকি স্টেডিয়ামের বাইরে ইংল্যান্ড সমর্থকদের তাণ্ডব এবং বিয়ারের বোতল ছুঁড়ে আস্ফালন করতেও দেখা গেছে।

তবে মাঠের বাইরের এসব সমস্যা ছাপিয়ে মাঠে নেমেছে ইতালি ও ইংল্যান্ড। ইংলিশরা কখনও ইউরোর খেতাব জেতেনি। কখনও ফাইনালেও উঠতে পারেনি। ১৯৬৮ ও ১৯৯৬ সালে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। ১৯৬৮ সালে চ্যাম্পিয়ন হয় ইতালি। অন্যদিকে ২০০০ ও ২০১২ সালে রানার্স হয়েই সন্তুষ্ট থাকে তারা।  

২৭ বারের মুখোমুখি সাক্ষাতে ইতালি জিতেছে ১০ বার। ইংল্যান্ড জিতেছে ৮টি ম্যাচে। ৯টি ম্যাচ ড্র হয়েছে। ইতালি গোল করেছে ৩১টি। ইংল্যান্ড গোল করেছে ৩৩টি। বড় মঞ্চে ইতালি কখনও হারেনি ইংল্যান্ডের কাছে।

বড় টুর্নামেন্টে ইতালি এই নিয়ে দশটি (৬টি বিশ্বকাপ ও ৪টি ইউরো) ফাইনালে খেলেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র জার্মানি ইতালির থেকে বেশি ১৪টি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। ইংল্যান্ড ১৯৬৬-র বিশ্বকাপ ছাড়া এই নিয়ে দ্বিতীয় বার কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

জেডআই / ইফাত

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ