• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পুরস্কার মঞ্চে যা বললেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৯:২৮ পিএম

পুরস্কার মঞ্চে যা বললেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০ রান করেন তিনি। তবে এই অভিজ্ঞ ক্রিকেটার আলোচনায় আসার কারণ অন্য। ড্রেসিংরুমে হুট করেই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে খবরের শিরোনাম হন মাহমুদউল্লাহ।

রোববার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে পঞ্চম দিনের খেলার জন্য মাঠে নামার সময় মাহমুদউল্লাহকে বিদায়ী গার্ড অব অনার দেন সতীর্থরা। এরপর মাঠে নেমে জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়ে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট সিরিজ জিতে নেয় টাইগাররা। একই সঙ্গে জিম্বাবুয়ের মাঠে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়। দুর্দান্ত ইনিংস খেলা মাহমুদউল্লাহ জিতে নেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেন, ‘সব সময় একজন টিমম্যান হয়ে দলের জন্য অবদান রাখতে পছন্দ করি। আমরা ম্যাচটা জিতেছি এবং দলের প্রত্যেকের মুখে হাসি দেখে ভালো লাগছে।

শুরুতে রান তুলতে উইকেট হারিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক মুমিনুলের ৭০ রানে কিছুটা লড়াই করে অতিথিরা। এরপর আবার ছন্দপতন। ১৩২ রানে নেই উইকেট। সেখান থেকে লিটন মাহমুদউল্লাহর লড়াইয়ে বাংলাদেশ ম্যাচে ফেরে। লিটন ৯৫ রানে বিদায় নিলেও মাহমুদউল্লাহ তুলে নেন সেঞ্চুরি।

এরপর তাসকিনের সঙ্গে মাহমুদউল্লাহর ১৯১ রানের জুটিতে বাংলাদেশের রান চূড়ায় পৌঁছে। ১৫০ রানে অপরাজিত থাকেন তিনি। নিজেদের ইনিংস জুটি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘লিটন দারুণ ব্যাটিং করেছে। তাকে ব্যাটিং করতে দেখলে ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত সেঞ্চুরিটা মিস করেছে। আমার তাসকিনের জুটিটা ভালো ছিল। আমরা উইকেটে দারুণ সময় কাটিয়েছি। যদিও একটা সময় কিছুটা হতাশ হয়ে গিয়েছিল। তবুও আমরা জুটি বেঁধে দলকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। নিজের বেসিকগুলো ঠিক রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। যখন রানের সুযোগ এসেছে তখন রান করেছি।

জানা গেছে, ড্রেসিংরুমে সতীর্থদের মাহমুদউল্লাহ জানিয়েছেন, হারারে টেস্টই তার শেষ টেস্ট। এখন সাদা পোশাকের জার্সি তুলে রাখবেন তিনি। জন্য সতীর্থরা তাকে আজ গার্ড অব অনারও দিয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। পুরস্কার বিতরণী মঞ্চেও নিজের অবসর নিয়ে কোনো কথা বলেননি।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ