• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সাফের শিরোপা আন্দোলনে নিহতদের উৎসর্গ করলেন ফুটবলাররা

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১০:০৮ পিএম

সাফের শিরোপা আন্দোলনে নিহতদের উৎসর্গ করলেন ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ান প্রতিযোগিতায় বয়সভিত্তিক দলের এই অর্জন আন্দোলনে নিহতদের উৎসর্গ করেছেন ফুটবলাররা।

 

বুধবার (২৮ আগস্ট) নেপালের আনফা কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে মাঠে নেমেছিল দুই দল। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক ও গোলদাতা রাব্বি হোসেন রাহুল বাংলাদেশের এই ট্রফি নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করার ঘোষণা দেন।

 

মারুফুল হক বলেন, আমাদের এই সাফল্য ও আমার এই অর্জন উৎসর্গ করতে চাই যারা সাম্প্রতিক সময়ে আন্দোলনে প্রয়াত হয়েছেন। এরপর কোচের সুরেসুর মেলান ফরোয়ার্ড রাহুলও।

 

বাংলাদেশ এই টুর্নামেন্টের শুরুই করেছে ছাত্র আন্দোলনে প্রয়াতদের স্মরণ করে। টুর্নামেন্টে নিজেদের প্রথম গোল করে গোলদাতা মিরাজুল ইসলাম আলাদা একটি টি-শার্ট পরেন। সেই টিশার্ট ছিল আবু সাঈদ-মুগ্ধর স্মরণে। ফুটবলের মাঠে এ রকম জিনিস পরা ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সেই ঝুঁকি নিয়েছিল।

উল্লেখ্য, এটি বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতার প্রথম শিরোপাও।

আর্কাইভ