প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০২:২৯ পিএম
প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবেই রাঙালেন সাদমান ইসলাম। ২ বছরের বেশি সময় পর টেস্টে ফিরে ফিফটি পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। সবশেষ ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দীর্ঘ সংস্করণে খেলেছেন তিনি।
চোটের কারণে মাহমুদুল হাসান জয়ের খেলতে না পারার সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগালেন সাদমান।
ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মমিনুল হক। চতুর্থ উইকেটে অপরাজিত ৮১ রানের জুটি গড়ে দলের হয়ে লড়ছেন দুজনে। ইনিংসের ৪৮ তম ওভারে নাসিম শাহকে ৪ মেরে ফিফটি স্পর্শ করেছেন সাদমান।
১২৩ বলে ৫৩ রানের ইনিংসে চার মেরেছেন ৬টি। পাকিস্তানি পেসারকে বাউন্ডারি মারার পরেই প্রথম সেশন শেষ হয়। অন্যদিকে ফিফটি থেকে ৫ রানের দূরত্বে আছেন মমিনুল। ৪ চারে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৬৬ বলে ৪৫ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক।
এর আগে গতকাল দলীয় ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় সংগ্রহে ৪ রান যোগ হতেই মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন জাকির হাসান। নাসিম শাহর বলে ১২ রানে উইকেটরক্ষক রিজওয়ানের হাতে তালুবন্দি হন বাঁহাতি ব্যাটার। পরে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুত ফেরেন।
খুররাম শেহজাদের বলে বোল্ড হওয়ার আগে শুরুটা ভালোই করেছিলেন ১৬ রান করা শান্ত। পরে সাদমান-মমিনুলের জুটি পথ দেখাচ্ছে বাংলাদেশকে। প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৩৪ রান।