• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চালকের আসনে পাকিস্তান, উইকেট খরা কাটেনি বাংলাদেশের

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০১:৫৫ পিএম

চালকের আসনে পাকিস্তান, উইকেট খরা কাটেনি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে এসে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে পাকিস্তানি ব্যাটাররা। প্রথম দিন যেখানে শেষ করেছিলেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল, সেখান থেকেই দ্বিতীয় দিন শুরু করেন এই জুটি।

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৫৮ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা হয়েছে ২৯ ওভার। এই সময়ে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। অপরদিকে দলীয় স্কোরবোর্ডে যোগ হয়েছে আরও ৯৮ রান। শাকিল ১৬৯ বলে ৮৬ ও রিজওয়ান ১৩১ বলে ৮৯ রানে অপরাজিত। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন অপরাজিত ১৪২ রানের জুটি।

উল্লেখ্য, দ্বিতীয় দিনের লাঞ্চের আগ পর্যন্ত পুরোটাই পাকিস্তানি দুই ব্যাটারের। এখন পর্যন্ত একদমই সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ