• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ডোপ কেলেঙ্কারিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লংকান ক্রিকেটার

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ১০:২৮ পিএম

ডোপ কেলেঙ্কারিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লংকান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কপাল পুড়ল লংকান ক্রিকেটার নিরোশান ডিকভেলার। তাকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এই শাস্তি অবিলম্বে কার্যকর হবে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে লংকান বোর্ড।

জানা গেছে, সবশেষ লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। তাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে এসএলসিকে। এই বিষয়ে আরও তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা।

ডিকভেলার অবশ্য বিতর্কের সঙ্গে পুরোনো পরিচয়। ২০২১ সালে বায়ো-বাবল ভেঙে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।

সবশেষ এলপিএলে গল মার্ভেলসের নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ডিকভেলা। লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা যায়নি তাকে। সবশেষ গত বছরের মার্চে দেশের জার্সি গায়ে খেলেছিলেন।

চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি ডিকভেলা। শ্রীলংকার হয়ে সব ফরম্যাট মিলিয়ে চার হাজারের বেশি রানের মালিক তিনি।

আর্কাইভ