• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিষেক রাঙিয়ে রিয়ালকে শিরোপা জেতালেন এপবাপ্পে

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ১০:৪৪ এএম

অভিষেক রাঙিয়ে রিয়ালকে শিরোপা জেতালেন এপবাপ্পে

ক্রীড়া ডেস্ক

আটলান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপে শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সুপার কাপ প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৬ বারের মতো শিরোপা জিতেছে লস ব্যাঙ্কোসরা।

বুধবার (১৪ আগস্ট) পোল্যার্ডের ওয়ারশতে ফাইনালে গোল পেয়েছেন রিয়ালে অভিষেক হওয়া ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের অন্য গোলটি এসেছে উরুগুয়ের তারকা ফেডেরিক ভালভার্দের পা থেকে।

গোল শূণ্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত এমবাপ্পে। একটি করে অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র।

গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

দুই বার সুযোগ মিস করেছেন বেলিংহ্যামও। তবে এমবাপের গোলে অ্যাসিস্ট করতে পেরেছিলেন তিনি। ৮৩তম মিনিটে এমবাপ্পেকে তুলে ব্রাহিম দিয়াসকে নামান আনচেলত্তি। শেষ দিকে তুলে নেওয়া হয় বেলিংহ্যাম ও ভিনিসিউসকেও।

তবে জয় নিয়ে ভাবতে হয়নি রিয়ালকে। আগামী রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আনচেলত্তির দল।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ