প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৯:১৯ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আবদুস সালাম মুর্শেদী। ২০০৮-২৪ সাল পর্যন্ত বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহসভাপতি হিসেবে ছিলেন সাবেক এই তারকা ফুটবলার।
পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন। সালাম মুর্শেদী খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাফুফে থেকে তিনজনের পদত্যাগের দাবি তোলে বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশি ফুটবল আলট্রাস’। সেই তিন জনের মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারের সঙ্গে সালাম মুর্শেদীর নামও ছিল।
গত বছর আর্থিক অনিয়মের অভিযোগে ফিফা দুই বছর নিষিদ্ধ করেছিল বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। আর্থিক অনিয়মের সময় সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটির প্রধান ছিলেন।