• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

চলছে সুপার ক্লাসিকো, ১-০ তে এগিয়ে আছে আর্জেন্টিনা

প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৬:৩৭ এএম

চলছে সুপার ক্লাসিকো, ১-০ তে এগিয়ে আছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চলছে ‘কোপা আমেরিকা-২০২১’ এর ফাইনাল। সুপার ক্লাসিকোর এই ফাইনালে শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি তা দেখতে টিভি পর্দায় তাকিয়ে এখন পুরো বিশ্ব।

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার এক মিড ফিল্ডার এবেং একেজন ফরোয়ার্ড। ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা ও নিকোলাস তালিয়াফিকো মিডফিল্ডার গুইদো রদ্রিগেজ এবং ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ নাম লিখিয়েছেন বাদ পড়াার তালিকায়।

এ পাঁচজনের জায়গায় দলে ঢুকেছেন তিন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো ও মার্কস আকুমা, মাঝমাঠের জন্য দলে ফিরেছেন লেয়ান্দ্র পারেদেস এবং অফফর্মে থাকা ফরোয়ার্ড নিকোলাস গনজালেজের জায়গা নিয়েছেন অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফাইনালে ম্যাচে খেলা নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল আর্জেন্টিনা দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর। অবশেষে তাকে নিয়েই সাজানো হয়েছে একাদশ। লাউতারো মার্টিনেজকে মাঝে রেখে ৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন স্কালোনি।

অন্যদিকে সেমিফাইনালের মতো এ ম্যাচেও ৪-২-৩-১ ফর্মেশনে একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ তিতে। তবে সেমিফাইনালে স্ট্রাইকার পজিশনে ছিলেন রিচার্লিসন। ফাইনালে নেইমারকে স্ট্রাইকার পজিশনে দিয়ে একই ফর্মেশনে দল সাজিয়েছেন ব্রাজিল কোচ।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গ্যাব্রিয়েল মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন মোরায়েস, দানিলো, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রেনাল লোদি, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, ফ্রেড, এভারটন রিভেইরো, নেইমার ও রিচার্লিসন।

ডব্লিউএস
আর্কাইভ