• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

যখন মাত্র ১১ বছর তখনই স্বপ্ন দেখি ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের

প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ১১:১৮ পিএম

যখন মাত্র ১১ বছর তখনই স্বপ্ন দেখি ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের

ক্রীড়া ডেস্ক

ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর বলেছেন, আমার বয়স যখন মাত্র ১১ বছর তখনই স্বপ্ন দেখি ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের। 

গম্ভীর বলেন, ১৯৯২ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত মাত্র ১ রানে হেরেছিল। সেই ম্যাচ দেখে আমি সারারাত কেঁদে ছিলাম। এরপর আর কখনও ওভাবে কান্না আসেনি, কিন্তু কেন জানিনা সেদিন খুব কেঁদে ছিলাম। তখন আমার বয়স মাত্র ১১ বছর। তখনই দেশের জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করি। আমার সেই স্বপ্ন পূরণ হয় ২০১১ সালে।

ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যাওয়া গৌতম গম্ভীর আরও বলেন, আমার এখনও মনে আছে ভেঙ্কটপতি রাজুর রান আউট হওয়া এবং ভারতীয় দলের মাত্র এক রানে ম্যাচ হেরে যাওয়া, কতোটা কষ্টের ছিল। তখন ভোরবেলা ম্যাচ হত, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খেলা দেখতাম। সেদিনের মতো পরে কখনও কষ্ট পাইনি ম্যাচ হারের জন্য।

১৯৯২ সালের বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ২৩৭ রান করে। ৪৭ ওভারে ২৩৫ রানের টার্গেট ছিল ভারতের। জয়ের জন্য শেষ দিকে ভারতের প্রয়োজন ছিল ৪ বলে মাত্র ৫ রান। ভেঙ্কপতি রাজু আউট হয়ে যাওয়ায় ১ রানে ম্যাচ হেরে যায় ভারত।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ