• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কোয়ার্টারে উরুগুয়েকেই পেল ব্রাজিল

প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ১১:৩১ এএম

কোয়ার্টারে উরুগুয়েকেই পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

কোয়ার্টার ফাইনালে সি-গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়েকে এড়াতে ব্রাজিলের প্রয়োজন ছিল জয়। আর কলম্বিয়ার ড্র করলেই চলত। নিজেদের লক্ষ্য পূরণ করেছে কলম্বিয়া।

বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) সকালে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে হামেস রদ্রিগেজরা।

ফলে কোয়ার্টার ফাইনালে ড্রি-গ্রুপের রানার্স আপ ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। আর কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে।

৩ ম্যাচে ৫ পয়েন্ট গ্রুপ রানার্স আপ ব্রাজিল কোয়ার্টারে খেলবে উরুগুয়ের বিপক্ষে। আর ৭ পয়েন্টে গ্রুপ সেরা কলম্বিয়ার পানামা। দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারায় কোস্টারিকা।

শতভাগ হার দিয়ে কোপার মিশন শেষ করলো প্যারাগুয়ে। আর এক জয় আর এক ড্রতে ৪ পয়েন্টে ডি-গ্রুপের তৃতীয় দল হিসেবে বিদায় নিয়েছে কোস্টারিকা।

ব্রাজিল-কলম্বিয়া দুদল ছিল বেশ আক্রমণাত্বক। দুদল ফাউল করেছে ৩৩টি। কোনো লাল কার্ড না দেখল, হলুদ কার্ড দেখেন ৫ ফুটবলার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্রাজিলের।

ম্যাচের ৭ মিনিটে হামেজ রদ্রিগেজকে ফাউল করে টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। এতে কোয়ার্টার ফাইনারে উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

গত ৪৫ বছরে লাতিন মহাদেশীয় টুর্নামেন্টে আগে গোল করে হারে ব্রাজিল। এবারও সেই রেকর্ড ধরে রেখেছে আসরের ৯বারের চ্যাম্পিয়নরা।

আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চকর ফুটবল উপহার দেয় দুদলের ফুটবলাররা। ম্যাচের ৮ মিনিটে ফ্রি কিকে হামেস রদ্রিগেজের শট আটকে যায় ব্রাজিলের ক্রসবারে লেগে। চার মিনিট পর দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্রাজিলকে গোল এনে দেন এক ম্যাচ পর মূল একাদশে ফেরা রাফিনিয়া।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় কলম্বিয়া। ১৫ মিনিটে লিভারপুল তারকা লুইস দিয়াজের পাস থেকে রদ্রিগেজ দারুণ এক ভলি চলে যায় পোস্টের বাইরে দিয়ে। এর দুমিনিট পর গোল পেয়েছিল কলম্বিয়া।

রদ্রিগেজের ফ্রি-কিক হেডে ব্রাজিলের জালে বল জড়ান জন কার্ডোভা। তবে ভিএআরে ধরা পরে অফসাইডে বাতিল হয় গোল।

ম্যাচের ২৫ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। ব্রাজিলের জোয়াও গোমেজ ও কলম্বিয়ার জেফারসন লারমাকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিত শান্ত করেন রেফারি।

৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে আবারও অ্যালিসনকে পরীক্ষায় ফেলেন রদ্রিগেজ। সেবার উতরে গেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোলপোস্ট সুরক্ষিত রাখতে পারেননি লিভারপুলের এ গোলকিপার।

ফরোয়ার্ড জন কার্ডোভার থ্রু পাস ধরে ম্যাচের কলম্বিয়াকে সমতায় ফেরান রাইটব্যাক ড্যানিয়েল মুনিজ।প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে মাতিয়ে রাখেন দর্শকদের। গোলের দেখা পায়নি কোনো দলই।

আর্কাইভ