• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় তারা

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৬:৫৯ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় তারা

ক্রীড়া ডেস্ক

চকচকে নতুন গাড়ি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে এসেই টয়োটা অ্যালফার্ড গাড়িটা কিনেছিলেন মোস্তাফিজুর রহমান। আইপিএল খেলে দেশে আসার পর বেশিদিন হয়নি চালাতে পেরেছেন। দলের সঙ্গে উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। সেই গাড়িতে চড়ে আজ আবারও বিমানবন্দরে এলেন মোস্তাফিজ। এবারের গন্তব্য শ্রীলঙ্কা। অন্তত ২০ দিন দ্বীপরাষ্ট্রে কাটাতে হবে তাকে। কারণ, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পড়েছে তার।

শুধু মোস্তাফিজ নয়, এলপিএলে খেলতে এখন শ্রীলঙ্কা অবস্থান করছেন তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়। পহেলা জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। মোস্তাফিজকে নিয়েছে ডাম্বুলা সিক্সার্স। দুজনকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভেড়ায় দুই ফ্র্যাঞ্চাইজি।

আগে থেকে মোস্তাফিজের দলে আছেন তাওহীদ হৃদয়। দেশ ছাড়ার আগে মোস্তাফিজ কোনো কথাই বলেননি। তবে তাওহীদ ও তাসকিন গণমাধ্যমে সময় দিলেন। ইনজুরি প্রবণ তাসকিনকে বাড়তি সতর্কতার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরিয়ে রাখে বিসিবি। আইপিএলে খেলার একাধিক সুযোগ আসলেও তাকে ছাড়েনি বিসিবি। নির্দিষ্ট সময়ের জন্য ছাড়লেও ওই সময়টায় ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় তাসকিনের খেলা হতো না। তবে এবার তাসকিনকে অনাপত্তিপত্র দিতে তেমন চিন্তা করেনি বিসিবি।

তাসকিন খেলার সুযোগ পেয়ে খুশি, ‘এটা আরেকটি সুযোগ নিজের পারফরম্যান্সকে মেলে ধরার। সবাই আমার জন্য দোয়া করবেন। বিসিবিকে ধন্যবাদ তারা সুযোগটি করে দেওয়ার জন্য।’

তাওহীদের বিশ্বকাপ গেছে মোটামুটি। দলের হয়ে সর্বোচ্চ রান করলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো করার ইচ্ছা তার, ‘গতবার ভালো করেছিলাম বলে ফ্র্যাঞ্চাইজি আমার ওপর আবার বিশ্বাস রেখেছে। আমিও চেষ্টা করবো নিজের পারফরম্যান্স দিয়েই ভালো কিছু করার। কোনো লক্ষ্য নেই।’

বিশ্বকাপের পর ক্রিকেটারদের অফুরন্ত সময় থাকা বিদেশি লিগগুলোতে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। কানাডায় খেলতে যাবেন সাকিব, সাইফ উদ্দিন, রিশাদ। সাকিব খেলবেন মেজর ক্রিকেট লিগও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের বেশি সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেব দেখছেন তাওহীদ, ‘এটা তো খুবই ভালো যে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছে। আগেও যেত কিন্তু এখন অনেক ক্রিকেটার যাচ্ছে।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ