প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৯:৪০ পিএম
ভারতের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারে নতুন বলে আক্রমণে আসেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের তৃতীয় বলেই ছয় হাঁকান রোহিত শর্মা। ওই ওভারে ৮ রান নেন ভারতীয় অধিনায়ক। কিন্তু শাহিনের ওই ওভার শেষ না হতেই আবারো বৃষ্টির হানা নিউইয়র্কে। মাঠ ছেড়েছেন দুই দলের ক্রিকেটাররা।
দুই দফা পিছিয়ে অবশেষে ভারত-পাকিস্তান লড়াই শুরু
টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। এক পরিবর্তন নিয়ে নেমেছে পাকিস্তান, ভারতের একাদশে কোনো পরিবর্তন ঘটেনি। দ্বিতীয় দফায় পিছিয়েছে খেলা শুরুর সময়। সাড়ে ৮টার পরিবর্তে হওয়ার কথা ছিল ৯টায়, সেটি আরও ২০ মিনিট পিছিয়েছে।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ আমির।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সুরিয়া কুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ।