• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আরও সহজে জয় তোলা উচিত ছিল, তবু আমরা আমাদের ১২০ ভাগ দিয়েছি: শান্ত

প্রকাশিত: জুন ৮, ২০২৪, ১২:২১ পিএম

আরও সহজে জয় তোলা উচিত ছিল, তবু আমরা আমাদের ১২০ ভাগ দিয়েছি: শান্ত

ক্রীড়া ডেস্ক

বেশ ধুঁকতে হচ্ছিল বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর তো বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশাটাও গিয়ে ঠেকেছিল তলানিতে। পারফরম্যান্সের কারণে সমালোচিত হতে হচ্ছিল দলকে। সব সমালোচনার জবাব হতে পারত একটা জয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই জয়টাই পেয়ে গেছে বাংলাদেশ।

শ্রীলংকাকে ১২৪ রানে আটকে দিয়ে ২ উইকেটের নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে বেড়েছে ক্রিকেটারদের মনোবলটাও। বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে দ্বিতীয় রাউন্ডে খেলার।

রোমাঞ্চকর এমন জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এই জয়ের জন্য কতটা মরিয়া ছিলেন তারা। শান্ত বলেন, ‘প্রত্যেকের শরীরী ভাষা ছিল দুর্দান্ত। আমরা আমাদের ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি এবং সমস্ত ফিল্ডার তাদের কাজ করছে। আমার মনে হয় তারা সত্যিই ভাল বোলিং করেছে। কিন্তু এমন উইকেটে আমাদের অবশ্যই আরও সহজে জয় তোলা উচিত ছিল।’

ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেছিলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে জমা করেন ৬৩ রান। ওখানেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত বহু নাটকীয়তা পেরিয়ে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। এমন জয়ের পর তাই লিটন ও হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শান্ত। 

এই দুই ক্রিকেটারকে নিয়ে শান্ত ম্যাচ শেষে বলেন, ‘লিটনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, সে গত কিছুদিন যাবত সংগ্রাম করছিল। কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় দারুণ ব্যাট করেছে। সে সত্যিই খুব সাহসী ছিল। সে যেভাবে খেলেছে তা সত্যিই আমাদের সাহায্য করেছে।’

বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৮ জুন। যেখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। যারা লংকানদের প্রথম ম্যাচে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৭৭ রানে। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ আগামী ১৩ ও ১৭ জুন। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ