• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টাইগার সমর্থকরা ভুয়া বলে ধুয়ে দিলেন লিটন-সৌম্যদের

প্রকাশিত: জুন ২, ২০২৪, ০৯:৫৮ পিএম

টাইগার সমর্থকরা ভুয়া বলে ধুয়ে দিলেন লিটন-সৌম্যদের

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরুর আগেই টাইগার সমর্থকরা ভুয়া ভুয়া বলে ধুয়ে দিলেন লিটন দাস-সৌম্য সরকারসহ জাতীয় দলের ক্রিকেটারদের। 

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। 

গতকাল শনিবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে যায় টাইগাররা। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। দলের হয়ে ঋষভ পন্ত ৩২ বলে ৫৩ রান করেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া ৪০ ও সূর্যকুমার যাদব ৩২ রান করেছেন। 

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। ২ বল খেলে ডাক মারেন এই ওপেনার। তিনে নেমে ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর চারে নেমে ৬ বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন শান্ত।

টপ অর্ডারের তিন ব্যাটারের এমন ব্যর্থতায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। লিটন-শান্তরা যখন ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তখন গ্যালারিতে বসে দুয়ো দিয়ে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা।

আর্কাইভ