• ঢাকা মঙ্গলবার
    ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মোস্তাফিজের বোলিং তোপে ১০৪ রানে ইনিংস গুটাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মে ২৫, ২০২৪, ১১:০১ পিএম

মোস্তাফিজের বোলিং তোপে ১০৪ রানে ইনিংস গুটাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

মোস্তাফিজের বোলিং তোপের মুখে পড়ে ১০৪ রানেই ইনিংস গুটাল যুক্তরাষ্ট্র। এই কাটার মাস্টার একের একের পর এক উইকেট তুলে নিলে চ্যালেঞ্জিং স্কোর গড়া অবম্ভব হয়ে যায় স্বাগিতকদের। 

মোস্তাফিজ মাত্র ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১০ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন। ক্রিকেট ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং ফিগার।

এর আগে টি-টোয়েন্টিতে ২২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন এই তারকা পেসার। ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৬ উইকেট। আর টেস্টে সেরা বোলিং ৩৭ রানে ৪ উইকেট।  

শনিবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনার পর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় যুক্তরাষ্ট্র।

উদ্বোধনীতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৪.৫ ওভারে ৪৬ রানের জুটি গড়েন অ্যান্ড্রিস গাউস ও শায়ান জাহাঙ্গীর। এরপর মাত্র ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় যুক্তরাষ্ট্র। 

বিনা উইকেটে ৪৬ রান করা যুক্তরাষ্ট্র এরপর ৫৮ রানের ব্যবধানে হারায় ৯ উইকেট। একের পর এক উইকেট পতনের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 

যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অ্যান্ড্রিস গাউস। সাজঘরে ফেরার আগে মাত্র ১৫ বলে ৫টি চার আর এক ছক্কায় ২৭ রান করেন।

এরপর যুক্তরাষ্ট্র শিবিরে জোড়া আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শায়ান জাহাঙ্গীর। তিনি ২০ বলে দুই চার আর এক ছক্কায় ১৮ রান করে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নীতিশ কুমারকে আউট করেন মোস্তাফিজ। তিনি ৯ বলে ৩ রানে ফেরেন। 

অধিনায়ক অ্যারন জোন্সকে আউট করেন তানজিম হাসান সাকিব। মিলিন্দ কুমারকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মোস্তাফিজের বলে বোল্ড হয়ে ফেরেন শ্যাডলি ভ্যান শাল্কউইক ও জসদীপ সিং। নিসরাগ প্যাটেলকেও আউট করেন মোস্তাফিজ। তিনি ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট শিকার করেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ