• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

টেস্ট খেলতে চান মাহমুদউল্লাহ: পাপন

প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৩:৪১ এএম

টেস্ট খেলতে চান মাহমুদউল্লাহ: পাপন

ক্রীড়া ডেস্ক

টেস্টের অভিজাত ফরম্যাট থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের পর আর তাকে সাদা জার্সির দলে দেখা যাবে না। অবশ্য বিষয়টি এখনও ড্রেসিংরুমের গুঞ্জন।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি মাহমুদউল্লাহর মুখ থেকে। তবে ইতোমধ্যে খবরটি দেশের ক্রিকেটভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমগুলোতেও প্রকাশ হয়েছে সে খবর।

এদিকে মাহমুদউল্লাহকে নিয়ে এ রকম সংবাদে বিভ্রান্ত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  তিনি হতবাক। এমন খবর তার কাছে অস্বাভাবিক লেগেছে। কারণ মাহমুদউল্লাহ তার কাছে নাকি টেস্ট খেলতে চান বলে লিখিতভাবে জানিয়েছেন।

গণমাধ্যমকে পাপন বলেছেন,‘আমাকে অফিশিয়ালি কেউ কিছু বলেননি। তবে একজন ফোন করে জানিয়েছে, এই টেস্টের পর আর মাহমুদউল্লাহ টেস্ট খেলতে চায় না। ড্রেসিংরুমে নাকি সবাইকে সে এটা বলেছে। কিন্তু আমার কাছে এটা খুবই অস্বাভাবিক লেগেছে। খেলা তো এখনো শেষ হয়নি! আর জিম্বাবুয়ে যাওয়ার চার–পাঁচ দিন আগে অন্যান্য সবার মতো মাহমুদউল্লাহও আমাকে লিখিত দিয়ে গেছে যে, টেস্ট ফরম্যাটে সে খেলতে চায়। সে তিন ফরম্যাটেই খেলতে চায়। পুরোপুরি কনফার্ম হতে আমি তাকে আমার বাসায় দুবার ডেকে জিজ্ঞেস করেছি। সেখানেও সে আমাকে নিশ্চিত করেছে সে টেস্ট খেলতে চায়। প্রয়োজনে বলও করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সে। তাইতো তাকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে। এখন সে কীভাবে অবসরের কথা বলেছে? এটা আমার বুঝে আসছে না।’
তরিকুল

আর্কাইভ