• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

অভিমান করে ক্রীড়ামন্ত্রীকে সাকিব আল হাসানের ফোন

প্রকাশিত: মে ৫, ২০২৪, ০১:০১ পিএম

অভিমান করে ক্রীড়ামন্ত্রীকে সাকিব আল হাসানের ফোন

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজের বদলে ডিপিএলে খেলে পেয়েছেন সেঞ্চুরির দেখা।এমন পারফরম্যান্সের পরে অভিমান করে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দিয়েছেন সাকিব।

শনিবার (৪ মে) রাজধানীর একটি হোটেলে সময় সংবাদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান পাপন। সে সময়ে তিনি সাকিবের বিষয়ে বলেন, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।’ 

পাঁচ বছর পরে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। যে কোনো ক্রিকেটে শত রানের এই মাইলফলক ছুঁতে এত দীর্ঘ অপেক্ষা তাকে কখনও করতে হয়নি। এতদিন পরে পাওয়া এই শতকে প্রশংসিত হয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ। তবে বিসিবি বসের থেকে অভিনন্দন না পেয়ে হয়তো কিছুটা অভিমানও করেছেন। 

শুক্রবার (৩ মে) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেই ঝড়ো ব্যাটিংয়ে শতক হাঁকান সাকিব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে তিন অঙ্কে পৌঁছান তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪০-এর কিছুটা কম। 

এ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের খেলা নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুস্তাফিজ পরের ম্যাচগুলো খেলবে কিনা নিশ্চিত না। সাকিব পরের ২ ম্যাচ খেলবে। ও এখন ঢাকায় নেই। আসুক। ও শেষ ২ ম্যাচ খেলবে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি সিকান্দার রাজাদের জিম্বাবুয়ে। সেই দলের বিপক্ষে সিরিজ খেলে প্রস্তুতি নেয়ার বিষয়ে অনেকেই সমালোচনা করেছেন। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে, টি-টোয়েন্টি ছোট-বড় দল বলে কিছু নেই।

শনিবার (৪ মে) একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে এই সিরিজ নিয়ে মুখ খুলেন সাকিব। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না।’ 

সাকিব আরও বলেছেন, ‘পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’

সাকিব মজা করে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে বলেন, ‘প্রথম তিন ম্যাচে তো সুযোগ পাইনি। পরের দুই ম্যাচে যদি নির্বাচকরা রাখেন। সেজন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলার জন্য। যেন তারা আমার দিকে তাকায়! আসলে ফাজলামি করছিলাম। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। শেষ দুটি ম্যাচ খেলার বিষয়ে কথা হয়েছে।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ