• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব রেকর্ডের পর বড় দুঃসংবাদ রিজওয়ানের

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০১:৫৬ পিএম

বিশ্ব রেকর্ডের পর বড় দুঃসংবাদ রিজওয়ানের

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটি অ্যাসিড টেস্ট হিসেবে নিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের আগে এলো দুঃসংবাদ। উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তার আর নিউজিল্যান্ডে বিপক্ষে চলমান সিরিজে খেলা হবে না। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের বরাত দিয়ে  সামা টিভি এ তথ্য জানায়। 

দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সময় ইনজুরিতে পড়েন রিজওয়ান। এ সময় তাকে রিটায়ার্ড হার্ট ব্যাটসম্যান হিসেবে মাঠের বাইরে চলে যেতে হয়।

পরীক্ষা নিরীক্ষার পর টিম ডক্টর তাকে এই সিরিজে আর না খেলতে পরামর্শ দিয়েছে। তিনি বলেছেন, রিজওয়ানের বিশ্রাম ও পুনর্বাসন দরকার পুরোপুরি ফিট হতে।  

ইনজুরির আগে এই ম্যাচেই রিজওয়ান বিশ্ব রেকর্ড গড়েছেন।  বিরাট কোহলি ও সতীর্থ বাবর আজমের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন। টি টোয়েন্টিতে সবচেয়ে কম ম্যাচ খেলে তিন হাজার রানের মালিক হয়েছেন রিজওয়ান।

মাত্র ৭৯ ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন বাবর। এই রেকর্ড গড়তে গিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক কোহলি ও বন্ধু বাবরকে।

পাকিস্তান ক্রিকেটে রিজওয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সবশেষ ম্যাচেও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। রিজওয়ানকে ছাড়া তৃতীয় ম্যাচে খেলতে নেমে কিউইদের বিরুদ্ধে গতরাতে হেরেছে পাকিস্তান।

আর্কাইভ