• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
চ্যাম্পিয়ন্স লিগ

ল্যাজিওর সামনে মুখ থুবড়ে পড়লো বায়ার্ন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:৩৫ এএম

ল্যাজিওর সামনে মুখ থুবড়ে পড়লো বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

দারুণ এক জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো মিশন শুরু করেছে ল্যাজিও। বুধরাত রাতে অনুষ্ঠিত নিজেদের মাঠের খেলায় তারা ১-০ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। সিরো ইম্মোবিল একমাত্র গোলটি করেন।

দুর্ভাগ্য বায়ার্ন মিউনিখের। এক লাল কার্ডই তাদের এমন সর্বনাশটা করেছে। ৬৭ মিনিটে বায়ার্নের ডিফেন্ডার ডেয়ট উপামেকানো ল্যাজিও‍‍`র গুস্তাভ ইসাকসেনকে অবৈধভাবে বাধা দেন। অপরাধ বিবেচনায় রেফারি দেরি করেননি। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাকে বহিষ্কার করেন। ল্যাজিও পায় পেনাল্টি। ইম্মোবিল সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।

অবশ্য যোগ্য দল হিসেবেই ল্যাজিও জয় পেয়েছে। তাদের খেলায় যেমন পরিকল্পনার ছাপ ছিল তেমনি ছিল আধিপত্য। অন্যদিকে জার্মানির আক্রমণগুলো ছিল একেবারেই নির্বিষ। একবারের জন্য তারা প্রতিপক্ষের পোস্ট পর্যন্ত যেতে পারেনি। এমনকি একবারের জন্যও তারা প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে শট নিতে পারেনি।  

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে কোনো শট নিতে ব্যর্থ হলো। তারা মোট ১৭টি শট নিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম কোনো দল এত শট নিয়েও একটা শট পোস্টে রাখতে পারেনি।

এ ম্যাচে বায়ার্নের জয়টা দরকার ছিল। ঘরোয়া লিগে তারা দ্বিতীয় স্থানে থাকলেও শিরোপা লড়াইয়ে টিকে থাকবে কিনা তা সময়ই বলে দেবে। গত শনিবার তারা বেয়ার লেভারকুসেনের কাছে বিধ্বস্ত হয়ে পিছিয়ে পড়েছে।

এই হারের ফলে বায়ার্ন কোচ টুখেলের ওপর বড় একটা চাপ তৈরি হলো। পরপর দুই ম্যাচে হারলো তারা। দুই ম্যাচে কোনো গোলও করতে পারেনি।
 

আর্কাইভ