• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে বাবর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৮:৪৪ পিএম

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে বাবর

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাপ্তাহিক র‌্যাংকিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আজ। ওয়ানডে র‌্যাংকিংয়ে ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

৮০১ ও ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন ভারতীয় দুই তারকা শুভমান গিল ও বিরাট কোহলি।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে চারে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পাঁচ নম্বর পজিশনে আছেন নিউজিল্যান্ড তারকা ড্যারেল মিচেল।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় একে নম্বর পজিশনে আছেন কেন উইলিয়ামসন। দুইয়ে স্টিভ স্মিথ। তিনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট।

আর টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে সেরা ভারতীয় তারকা ক্রিকেটার সুরাইয়া কুমার যাদব। দ্বিতীয় পজিশনে ইংলিশ তারকা ফিল সল্ট আর তিনে আছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

অলরাউন্ডারদের তালিকায় টেস্টে শীর্ষে রবিন্দ্র জাদেজা, ওয়ানডেতে শীর্ষে মোহাম্মদ নবী। আর টি-টোয়েন্টিতে শীর্ষে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ