প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:৪২ পিএম
দুই মাস বিরতি দিয়ে আবার শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গত ১৩ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি নক আউট পর্বের ম্যাচ মাঠে গড়িয়েছে। আজ রাতে নক আউট পর্বের দ্বিতীয় দিনে আরো দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ম্যাচে নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদকে মোকাবেলা করবে প্যারিস সেন্ত জার্মেই। অন্য ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ল্যাজিও। রোমে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নক আউট পর্বের এ ম্যাচের পুরোপুরি প্রস্তুত প্যারিস সেন্ত জার্মেইয়ের কোচ লুইস এনরিকে। কোনোরকম ঝুঁকি নিতে রাজি নন তিনি। তাইতো এ ম্যাচের জন্য ঘরোয়া লিগে বিশ্রামে রেখেছিলেন দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপেকে। ফ্রেঞ্চ কাপের ম্যাচে খেলার সময় গোড়ালিতে আঘাত পেয়েছিলেন এই ফ্রেঞ্চ তারকা। ফলে শনিবার লিলের বিপক্ষে লিগ ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ এনরিকে।
লিগ ম্যাচে বিশ্রামে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সব ম্যাচেই মাঠে ছিলেন এমবাপে। এক সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, যখন কোনো দলে এমবাপের মতো খেলোয়াড় থাকে তখন আমরা জানি যত বেশি সে খেলবে তত বেশি দলের উপকার হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লিলের বিপক্ষে সে খেলতে পারতো। অবশ্য এ ম্যাচটা যদি ফাইনাল ম্যাচ হতো তাহলে সে ঝুঁকি নেওয়া যেত। কিন্তু এটা ফাইনাল ম্যাচ ছিল না। ফলে ঝুঁকি নেওয়ারও দরকার হয়নি।
ঘরোয়া লিগে পিএসজি উড়ছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে অতটা স্বস্তিতে ছিল না দলটি। বরং কোনোমতে নক আউট জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে নিউক্যাসল ইউনাইটেড ও এসি মিলানের কাছে হেরেছিল। এসি মিলানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা নক আউটে জায়গা পায়।
অন্যদিকে রিয়াল সোসিয়েদাদ ঘরোয়া লিগে নাজুক অবস্থায় থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে আলো ছড়াচ্ছে। লিগে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে এসেছে।
প্রতিপক্ষ সম্পর্কে এনরিকে বলেন, তাদের রক্ষণভাগটা দারুণ শক্তিশালী। তারা সহজে বল হারায় না। তাদের ওপর চাপ প্রয়োগ করে খেলতে হবে। নিশ্চিতভাবে তারা প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল।`