• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ফেডারেশন কাপ

গ্রুপে মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারাল মোহামেডান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৭:০৬ পিএম

গ্রুপে মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারাল মোহামেডান

ক্রীড়া ডেস্ক

আবাহনী-মোহামেডান ম্যাচ বলে কথা। কিন্তু উভয় দলই আগে থেকে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় সেই উত্তেজনাটা ছিল না ঠিকই। তবে কেউ কাউকে ছাড় দেবার পাত্র ছিল না। শেষ পর্যন্ত জয় হয়েছে মোহামেডানের। ২-১ গোলের জয়।

আজকের ম্যাচটি ছিল শুধু গ্রুপ সেরা নির্ধারণ হওয়ার। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গ্রুপ সেরার লড়াইয়ে আবাহনীকে হারিয়ে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। বি গ্রুপে মোহামেডান তিন ম্যাচ জিতে ৯ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে।

গোপালগঞ্জে আবাহনী ম্যাচে এগিয়ে থেকেও হেরেছে। ৩৮ মিনিটে সেন্ট ভিনসেন্টের ফুটবলার কর্নলিয়াসের গোলে আবাহনী ম্যাচে লীড নেয়। ওয়াশিংটনের বাড়িয়ে দেওয়া বল মোহামেডানের হাসান মুরাদ জার্সি টেনে ধরেও পারেননি। বক্সে কর্ণেলিয়াস দুর্দান্ত প্লেসিংয়ে ১-০ গোল করেন। বিরতির আগেই মোহামেডান সমতা আনার উপলক্ষ তৈরি করেছিল। মোহামেডানের উজবেক মিডফিল্ডার মুজাফররভের শট দারুণভাবে ফিস্ট করেন পাপ্পু হোসেন। আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দদেজের ভুল পাসে বল পান মুজাফররভ। তার অসাধারণ শট বাম দিকে ঝাপিয়ে দুর্দান্ত সেভ করেন আবাহনীর গোলরক্ষক।

বিরতির পর পরই মোহামেডান সমতা আনে।  ৫০ মিনিটে ম্যাচে সমতা আনে মোহামেডান। মিডফিল্ডার মুজাফররভের বাড়িয়ে দেয়া বল নাইজেরিয়ান ইমানুয়েল সানডে বক্সে প্রবেশ করে দুর্দান্ত প্লেসিং করেন। চার মিনিট পর মোহামেডান ম্যাচে লীড নেয়। হাসান মুরাদের থ্রো ইন থেকে মোহামেডানের আইভোরিকোস্টের ফুটবলার দোসো সিদি ব্যাক হেড গোল লাইন অতিক্রম করছিল। সেই মুহূর্তে আগের গোলদাতা ইমানুয়েল পা ছোয়ান। তাই স্কোরশিটে তার আরেকটি গোল যোগ হয়।

দ্বিতীয়ার্ধে মোহামেডান দুর্দান্ত ফুটবল খেলে। প্রথম কয়েক মিনিট আবাহনীকে অত্যন্ত চাপে রেখে ম্যাচ বের করে আনে। বাকি সময় আর আবাহনী ম্যাচে ফিরতে পারেনি। মোহামেডান গ্রুপে তিন জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করল।

প্রিমিয়ার লিগে মোহামেডান এক রাউন্ড আগে বসুন্ধরা কিংসকে হারিয়েছে। পরের রাউন্ডে রহমতগঞ্জের কাছে ড্র করে হোচট খেলেও ফেডারেশন কাপে আবার আবাহনীকে হারিয়ে নিজেদের চূড়ান্ত  ফর্ম প্রদর্শন করছে। এতে বেশ আপ্লুত মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি,‌ ‍‍`দুই সপ্তাহের ব্যবধানে বসুন্ধরা কিংস এবং আবাহনীকে হারানো দারুণ এক বিষয়। এমন পারফরম্যান্স মোহামেডানের সাম্প্রতিক সময়ে ছিল না। সুন্দর টিম ওয়ার্কের কারণেই এটা সম্ভব হয়েছে।‍‍`

আর্কাইভ