• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তিন ফরম্যাটে নেতৃত্ব ছাড়লেন সাকিব, নতুন অধিনায়ক শান্ত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৮:০১ পিএম

তিন ফরম্যাটে নেতৃত্ব ছাড়লেন সাকিব, নতুন অধিনায়ক শান্ত

ক্রীড়া ডেস্ক

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের এই তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লে সাকিব আল হাসান। জাতীয় দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। আগামী দিনগুলোতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন শান্ত। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত আগামী এক বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।

পাপন বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে তাকে পাবো কিনা আমরা নিশ্চিত না। ’

শুধু তাই নয়, চূড়ান্ত হয় জাতীয় দলের টিম সিলেক্টরও। মিনহাজুল আবেদী নান্নুকে বাদ দিয়ে প্রধান নির্বাচক করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে।

গত অক্টোবরে ভারতে ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক করা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিশ্বকাপের শেষদিকে ইনজুরিতে পড়ায় এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি সাকিবের। তার অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে এবং দেশের বাইরের সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে দারুণ কিছু সাফল্য উপহার দেন শান্ত।

শান্তর অধিনায়কত্বে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়ে আসে বাংলাদেশ দল।

এমন দারুণ পারফরম্যান্সের কারণে নতুন অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ