• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
আফ্রিকান নেশনস কাপ

টাইব্রেকারে কঙ্গোকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয়

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৮:১৩ এএম

টাইব্রেকারে কঙ্গোকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা তৃতীয়

ক্রীড়া ডেস্ক

টাইব্রেকারে কঙ্গোকে ৬-৫ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপে তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার আইভরি কোস্টের ফেলিক্স হোপহোউট বোগনি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী খেলায় টাইব্রেকারে তারা ৬-৫ গোলে জয় পায়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।

দক্ষিণ আফ্রিকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে তৃতীয় হলো। এর আগে তারা প্রায় দুই যুগ আগে ২০০০ সালে তৃতীয় হয়েছিল। দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে একবারই চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৬ তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯৮ সালে হয়েছিল রানার্স আপ।

দুর্ভাগ্য বলায় যায় কঙ্গোর। টাইব্রেকারে তাদেরই জয়ের সুযোগ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনওয়েন উইলিয়ামস দারুণ দক্ষতা দেখিয়ে দলকে শিরোপা এনে দেন।

টাইব্রেকারে দক্ষিণ আফ্রিকার টেবোহো মোকেয়েনা প্রথম শটটাই বাইরে মেরেছিলেন। ফলে সুযোগ আসে কঙ্গোর সামনে। পরের দুই দলের আটটা শটই লক্ষ্যভেদ হয়। দক্ষিণ আফ্রিকা তাদের শেষ চারে গোলে করে। কঙ্গো তাদের প্রথম চার শটে লক্ষ্যভেদ করে। ফলে  জয়ের জন্য শেষ শটে কঙ্গোর গোলের দরকার ছল। কিন্তু চ্যান্সেল মেম্বা কঙ্গোর হয়ে শেষ শটে গোল করতে পারেননি। তার শট রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলক্ষক রোনওয়েন। ফলে খেলায় গড়ায় সাডেন ডেথে। এবারো নায়ক রোনওয়েন। দারুণ দক্ষতায় মেসচাক ইলিয়ার শট এবার থামিয়ে দেন তিনি।

স্থান নির্ধারণী খেলায় কোনো অতিরিক্ত সময়ের খেলা হয়নি। নির্ধারিত খেলা শেষেই টাইব্রেকার শুরু হয়। নির্ধারিত সময়ের খেলায় কঙ্গো বেশ আধিপত্য দেখিয়েছে, কিন্তু গোলের সামনে তাদের ব্যর্থতা ছিল দেখার মতো। ফলে আধিপত্য থাকা সত্ত্বেও গোলের দেখা পায়নি কঙ্গো।

আজ শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক আইভরি কোস্ট নাইজেরিয়ার মুখোমুখি হবে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ