• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রেবল জয়ের পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন না গার্দিওলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৮:৫০ এএম

ট্রেবল জয়ের পুনরাবৃত্তির সম্ভাবনা দেখছেন না গার্দিওলা

ক্রীড়া ডেস্ক

পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে অসাধারণ সাফল্য দেখিয়েছিল ম্যানচেস্টার সিটি। জয় করেছিল ট্রেবল। এবারো ট্রেবল জয়ের পথে রয়েছে দলটি। তবে গত বছরের সাফল্যের পুনরাবৃ্ত্তি সম্ভব নয় বলে মনে করছেন কোচ পেপ গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে দলটি দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার এভারটনের বিপক্ষে জয় পেলে তারা কিছু সময়ের জন্য হলেও শীর্ষে উঠে আসবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব সেরা হয়ে ম্যানসিটি শেষ ষোলোতে পৌঁছেছে। এছাড়া এফএ কাপ জয়ের মিশনেও ভালোভাবে টিকে রয়েছে। পৌঁছেছে পঞ্চম রাউন্ডে। ফলে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার ট্রেবল জয়ের হাতছানি রয়েছে গার্দিওলার সামনে।

কিন্তু পেপ গার্দিওলা এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা একটা রূপকথা। আর এই রূপকথা বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন। আগে আমরা এভারটনকে হারাতে চেষ্টা করি, তারপর কি ঘটে তা দেখতে হবে। আমরা ট্রেবল জিতছি না, সে ব্যাপারে আমি ৯৯.৯৯ ভাগ নিশ্চিত। কেননা এমনটা কখনো ঘটেনি। কেউ এমনটা করতে পারেনি। যদি এটা সহজ হতো তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড এটা করতে পারতো। আসলে এটা মোটেও সহজ বিষয় নয়।‍‍`

গার্দিওলা আরো বলেন, মাঠের খেলায় এটা খুব কঠিন। অতীতে আমরা যা করেছি তা আবার হবে এমনটার কোনো নিশ্চয়তা নাই।

ম্যানসিটি বেশ কিছুদিন ধরে একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিল। সে সমস্যা থেকে তারা এখন মুক্ত। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কেভিন ডি ব্রুইন, আর্লিং হালান্ড ও জন স্টোনস। তাদের নিয়ে গড়া দল সোমবার ব্রেন্টফোর্ডকে উড়িয়ে দিয়েছে। এভারটনের বিপক্ষেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে পেপ গার্দিওলার দল। নিজেদের মাঠে খেলা হলেও এভারটনকে নিয়ে বেশ সতর্ক ম্যানসিটি কোচ। ২০১০ সালের পর ম্যানসিটির মাঠে এখনো জয়ের দেখা পায়নি এভারটন। তারপরও দলটিকে বিপদজনক মনে করছেন গার্দিওলা। তিনি বলেন, আমদের সতর্ক থাকতে হবে, কেননা তার বেশ বিপদজনক দল।‍‍`

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ