• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রোনালদো মাঠে ফিরেছেন, হেরেছে আল নাসর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১০:৩৮ এএম

রোনালদো মাঠে ফিরেছেন, হেরেছে আল নাসর

ক্রীড়া ডেস্ক

ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহষ্পতিবার মাঠেও নেমেছেন। তবে তার ফেরাটা স্বস্তির হয়নি। আল হিলালের কাছে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে গেছে তার দল আল নাসর।

ক্রিশ্চিয়ানো রোনালদো মাংসপেশী সমস্যায় ভুগছিলেন। যে কারণে গত মাসে চীন সফরে যেতে পারেননি। একই কারণে তিনি ইন্টার মিয়ামির বিপক্ষে প্রীতি ম্যাচও খেলতে পারেননি। ১ ফেব্রুয়ারিত অনুষ্ঠিত ম্যাচে তার দল ৬-০ গোলে হারিয়ে দেয় লিওনেল মেসির দলকে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফুটবলভক্তরা এ ম্যাচটি দেখার জন্য উম্মুখ হয়ে ছিল। কেননা এ ম্যাচের পর  লিওনেল মেসি ও রোনালদো আর মাঠে মুখোমুখি নাও হতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত রোনালদোর এ ম্যাচে খেলা হয়নি।

বৃহষ্পতিবার রোনালদো পুরো ৯০ মিনিটে খেলেছেন। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। এমনকি গোলও করতে পারেননি। উল্টো একটা হলুদ কার্ড পেয়েছেন। রোনালদো গত সেমাবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করেন।

আল হিলালের হয়ে সের্জেই মিলিনকোভিচ সাভিচ ও সালেম আল দাওসারি গোল করেন।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ