• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
অনূর্ধ্ব–১৯ নারী সাফ

টসে হেরে শিরোপা হারাল বাংলাদেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৮:৩৪ পিএম

টসে হেরে শিরোপা হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

রোমাঞ্চকর এক লড়াই শেষে ভারতের কাছে টসে হেরে নারী অনূর্ধ্ব–১৯ সাফের শিরোপা হারাল বাংলাদেশ। তিন বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

নির্ধারিত সময়েই বাংলাদেশের সামনে হারের শঙ্কা জেগে উঠেছিলে। ম্যাচের শুরুতে গোল হজমের পর তা আর শোধ করতে পারছিল না সাগরিকারা।  চলছে যোগ করা সময়ের শেষ মিনিটের খেলা। ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু কাঙিক্ষত গোলটা পাচ্ছিল না তারা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে তখন একটাই প্রশ্ন—সব চেষ্টাটাই কি তাহলে বিফলে যাবে বাংলাদেশের মেয়েদের! এমন সময়েই গোল পেয়ে গেল বাংলাদেশ। সেটাও আবার সেই সাগরিকা, প্রথম পর্বে যিনি এই ভারতেরই বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতিয়েছিলেন বাংলাদেশকে। এই গোলে ৮ মিনিটেই পিছিয়ে পড়া বাংলাদেশ ফিরল সমতায়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। ১১–১১ গোলে সমতা ছিল টাইব্রেকারেও। এরপর টস করেন রেফারি। সেখানে হেরে গেছে বাংলাদেশ।

 

আর্কাইভ