• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১ মিনিটের বিজ্ঞাপনে মেসির আয় ১৫৩ কোটি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৮:২৪ পিএম

১ মিনিটের বিজ্ঞাপনে মেসির আয় ১৫৩ কোটি

ক্রীড়া ডেস্ক

মাত্র ১ মিনিটের বিজ্ঞাপনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির আয় ১ কোটি ৪০ লাখ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি ৪৭ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন।

সম্প্রতি মেসি মিশেলব আলট্রা নামে একটি বিয়ারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। এই ব্র্যান্ডের বিজ্ঞাপন আগামী ১১ ফেব্রুয়ারি লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) সুপারবোলের বিরতির সময় দেখানো হবে।

মিশেলব আলট্রা সম্প্রতি বিজ্ঞাপনের জন্য বিশ্বের নামীদামি তারকাদের নিয়ে আসতে শুরু করেছে। গত বছর তাদের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসসহ অনেক তারকা।

তারা প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৭০ লাখ ডলার তথা ৭৬ কোটি ৭৩ লাখ টাকা দিয়ে আসছে। সে হিসাবে মেসি ৬০ সেকেন্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে পাচ্ছেন ১ কোটি ৪০ লাখ ডলার।

১৫ সেকেন্ডের একটি টিজারে দেখা যাচ্ছে, সাগরপাড়ে ফুটবল খেলছেন মেসি। কয়েকজনকে ড্রিবল করে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। পাশে থাকা পর্যটকরা মেসির খেলায় মুগ্ধ।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ