• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
অলিম্পিক বাছাই

ইকুয়েডরকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ১০:৫৩ এএম

ইকুয়েডরকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাই ফুটবলে গ্রুপ শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। আজ ভোরে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে তারা ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়ে তারা শীর্ষে উঠে এসেছে।

তিন ম্যাচ থেকে ব্রাজিলের পয়েন্ট ৯। ইকুয়েডর চার ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে তাদের চূড়ান্ত পর্বে খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। কেননা স্বাগতিক ভেনেজুয়েলা ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আবার স্বস্তিও আছে ইকুয়েডরের। আর দুঃশ্চিন্তা আছে ভেনেজুয়েলার। কেননা তারা শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে। এ ম্যাচে তাদের সামনে জয়ের বিকল্প নেই।

এদিকে এ ম্যাচে জয়ের ফলে ব্রাজিল বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। চূড়ান্ত রাউন্ডে তাদেরকে আরো তিনটি ম্যাচ খেলতে হবে। সেই সব ম্যাচের ওপর নির্ভর করছে ব্রাজিলের অলিম্পিক ভাগ্য। বাছাইয়ের চূড়ান্ত পর্বে চারটি দল অংশ নেবে। এখন পর্যন্ত শুধু ব্রাজিলই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। সেখান থেকে শীর্ষ দুই দল অলিম্পিকে খেলার টিকেট পাবে।

ইকুয়েডরের বিপক্ষে অবশ্য ব্রাজিলের সামনে হারের শঙ্কা জেগে উঠেছিল। গোল শূন্য প্রথমার্ধের পর ইকুয়েডর ৫৯ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল। তবে খুব বেশিক্ষণ পিছিয়ে থাকার অস্বস্তি ভোগ করতে হয়নি ব্রাজিলকে। ৬৫ মিনিটে মারিয়ন গোমেজের গোলে তারা সমতা ফিরিয়ে আনে। আর ৭৫ মিনিটে গ্যাব্রিয়েল পিরানির গোলে তাদের জয় নিশ্চিত হয়।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশটি দল দুই গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বে অংশ নিচ্ছে। ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা খেলছে ‍‍`বি‍‍`  গ্রুপে। তারা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়েছে। আজ তারা তৃতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে। ২ ফ্রেবুয়ারি তারা উরুগুয়ের মোকাবেলা করবে। ‍‍`বি‍‍` গ্রুপে বর্তমানে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে শীর্ষে রয়েছে। পেরু ও চিলির পয়েন্ট ৩। সবার নিচে রয়েছে উরুগুয়ে। দুই ম্যাচের দুটোতে হেরেছে।  

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ