• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বোর্নেমাউথকে উড়িয়ে দিল লিভারপুল

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৮:২৭ এএম

বোর্নেমাউথকে উড়িয়ে দিল লিভারপুল

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ছে লিভারপুল। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে বোর্নেমাউথকে তারা উড়িয়ে দিয়েছে। জয় পেয়েছে ৪-০ গোলে। এ জয় পয়েন্ট টেবিলের লিভারপুলের অবস্থান আরো পোক্ত করেছে। শুধু তাই নয়, দলটি তাদের অপরাজিত থাকার ম্যাচের সংখ্যাটাও বাড়িয়ে নিয়েছে। টানা ১৪ ম্যাচ অপরাজিত তারা।

বড় ব্যবধানে জয়, তবে মোটেও সহজে আসেনি। আবার মাঠে যে, লিভারপুল খুব যে স্বস্তিতে ছিল তা নয়। বিশেষ করে প্রথমার্ধে তো হতাশা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাদের। গোল করার সুযোগই তৈরি করতে পারছিল না। তবে দ্বিতীয়ার্ধে সব হতাশা দূর করেন ডারউইন নুনেজ ও দিয়াগো জোতা। উভয়ে জোড়া গোল করেন।

গোলশূন্য প্রথমার্ধের পরপরই লিভারপুল গোলের দেখা পায়। নুনেজ ৪৯ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। আর জোতা ৭০ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে দলকে স্বস্তি এনে দেন। শেষ সময়ে নুনেজ আবার স্কোরশিটে নাম লেখান।

এ জয়ের ফলে লিভারপুল ৪৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা- তিন দলেরই পয়েন্ট ৪৩।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ