• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইন্টার মিলানের গোল উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৯:৪৬ এএম

ইন্টার মিলানের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

সিরি ‍‍`আ‍‍`তে শনিবার রাতে গোল উৎসব করেছে ইন্টার মিলান। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি মোঞ্জাকে নিয়ে ছেলেখেলা করেছে। মোঞ্জার মাঠে অনুষ্ঠিত খেলায় ৫-১ গোলে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ইন্টার মিলান। লাউতারো মার্টিনেজ এবং হাকান কালহনগলু জোড়া গোল করেছেন। ইন্টারের হয়ে অন্য গোলটি করেন মার্কাস থুরাম। মোঞ্জার হয়ে ব্যবধান কমান মাতেও পেসিনা।

ম্যাচের ছয় গোলের তিনটিই হয়েছে পেনাল্টি থেকে । দুটো পেনাল্টি পায় ইন্টার মিলান, মোঞ্জা পায় একটি।

এ জয়ের ফলে ইন্টার মিলান টানা ১৪ ম্যােচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে। ২০ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তাদের অনুসরণ করে চলা জুভেন্টাসের পয়েন্ট ৪৬। ১৯ ম্যাচ থেকে এই পয়েন্ট সংগ্রহ তাদের।

ইন্টার মিলানের পরবর্তী ম্যাচ ২৮ জানুয়ারি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ফিওরেন্টিনা। তার আগে ইন্টার মিলান ইতালিয়ান সুপার কাপে খেলবে। আগামী শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে দলটি ল্যাজিওর মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে নাপোলি খেলবে ফিওরেন্টিনার বিপক্ষে। ২২ জানুয়ারি ফাইনাল। ম্যাচগুলো সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ